• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি সত্যিই ফ্লপ, বাবা-কাকার চরিত্রেই তো অভিনয় করছি, সাক্ষাৎকারে অকপট ভাস্কর

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) নামী অভিনেতাদের (Actor) মধ্যে একজন হলেন ভাস্কর ব্যানার্জি (Bhaskar Banerjee)। কেরিয়ারের শুরুর দিকে বেশ কিছু ছবিতে তাঁকে নায়কের চরিত্রে দেখেছেন দর্শকরা। এখন অবশ্য সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন তিনি। নায়ক নয়, বরং নায়ক-নায়িকার বাবা-কাকার রোলেই দেখা যাচ্ছে তাঁকে। যদিও সেই চরিত্রে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

ভাস্কর এমন একজন অভিনেতা যার অভিনয়ের কদর দর্শকরা বরাবর করেছেন। নায়ক হিসেবেই হোক বা পার্শ্বচরিত্র- সব চরিত্রে অভিনয় করেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। যদিও নায়ক হিসেবে তেমন সাফল্য পাননি ভাস্কর। সেই জন্য কি কখনও আক্ষেপ হয় টলিপাড়ার এই সিনিয়র অভিনেতার? সম্প্রতি এক সাক্ষাৎকারে (Interview) এই নিয়ে মুখ খোলেন তিনি।

   

Bhaskar Banerjee, Bhaskar Banerjee interview

শ্যুটিংয়ের ফাঁকে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে ৩০ বছর কাটিয়ে ফেলার পর তিনি কী বুঝলেন? অভিনয়কে বেছে নেওয়ার সিদ্ধান্ত কি তাঁর ঠিক ছিল? জবাবে ভাস্কর বলেন, ‘হ্যাঁ, জীবন একটাই। আমি যা পেয়েছি তাতে খুশি। যা প্রতিভা আছে তার থেকে অনেক বেশি আমি পেয়েছি। আর তাছাড়া আমার তো অভিনয়ের কোনও ইচ্ছা ছিল না। খেলাধুলো নিয়ে থাকতে চাইতাম। তবে ভগবান যা লিখে রাখেন তাই হয়। আর এখন তো কত মাধ্যম’।

Bhaskar Banerjee, Bhaskar Banerjee interview

ভাস্কর যখন কেরিয়ার শুরু করেছিলেন তখন শুধুমাত্র সিনেমা ছিল। তবে এখন সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্মের মতো অনেক মাধ্যম রয়েছে। প্রত্যেকটি মাধ্যমে কাজ করে কেমন লাগছে তাঁর? জবাবে ‘ধুলোকণা’ অভিনেতা বলেন, ‘আসলে অভিনয়ের কোনও পরিবর্তন হয়নি। তবে সিরিয়াল অবশ্য সংসার চালায়। এটা না থাকলে অনেকের সমস্যা হতো। এই মাধ্যম অনেককে বাঁচিয়ে দিয়েছে। সিনেমায় তো দু’টো ছবি ফ্লপ হলে আর তোমায় খুঁজে পাওয়া যাবে না’।

Bhaskar Banerjee, Bhaskar Banerjee interview

ভাস্কর কেরিয়ারের শুরুর দিকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। হিট-ফ্লপের লড়াইয়ের সম্মুখীন তিনিও হয়েছেন। তখন নিজেকে কীভাবে সামলেছিলেন? জবাবে অভিনেতা জানান, ‘আমি কোনও দিনই খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলাম না। আমি উত্তম কুমার হতে চাইনি। কোনটা হিট হবে কোনটা ফ্লপ হবে কেউ বলতে পারে না… তবে এটা ঠিক যে আমি সত্যিই হিরো হিসেবে ফ্লপ’।

Bhaskar Banerjee, Bhaskar Banerjee interview

হিরো হিসেবে ফ্লপ হওয়া নিয়ে ভাস্করের মনে কি কোথাও আক্ষেপ রয়েছে? উত্তরে তিনি বলেন, ‘খেলায় হার-জিত থাকে। তবে লোকে আমায় কিন্তু ভালোবাসে। প্রথম দু’টি সিনেমা হয়তো চলেছিল। কিন্তু এরপর না চলা আমি খেলা থেকে আউট হয়ে যাই। কিন্তু এত কিছুর পরেও দর্শকরা কিন্তু আমায় উদ্দেশ্য করে কটূক্তি করেন না’।

ভাস্করের সমসাময়িক অভিনেতা যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়রা মুম্বইয়ে চুটিয়ে কাজ করছেন। হিন্দি ফিলন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তাঁরা। ভাস্কর কেন মুম্বইয়ে কাজ করার চেষ্টা করলেন না? জবাবে অভিনেতা সাফ বলেন, ‘হ্যাঁ, ওঁরা অনেক বেশি সফল হয়েছে। তবে আমার কোনও আক্ষেপ নেই। কারণ আমার হিন্দি একেবারে ভালো নয়। কখনও মুম্বই যাওয়ার ইচ্ছা হয়নি। আমি এখানে ঠিক আছি। বয়স হল। এবার বৌকে নিয়ে পাহাড়ে ঘুরে বেড়াব। ওঁরা আরও অনেক সফল হোক’।