• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কি মিষ্টি! জন্মাষ্টমীতে খুদে কৃষ্ণের সাজে ভারতী পুত্র গোলা, ছবি দেখে ভালোবাসায় ভরাল নেটিজেনরা

Published on:

Bharti Singh Shares photo of Gola Dressed as krishna on Janmastami

এবছর বলিউডের তরফ থেকে একধিক খুশির খবর এসেছে। কিছু মাস আগেই বিখ্যাত কমেডিয়ান তথা অভিনেত্রী ভারতী সিং (Bharti Singh) মা হয়েছেন। হর্ষ লিম্বাচিয়ার (Harsh Limbachiya) পরিবারে জন্ম নিয়েছে এক ফুটফুটে পুত্র সন্তান। দুজনে মাইল আদর করে ছেলের নাম রেখেছেন লক্ষ্য ওরফে গোলা (Laksh / Gola)। আজ কৃষ্ণের জন্ম তিথি জন্মাষ্টমী (Janmastami)। আর জন্মাষ্টমী উপলক্ষে ছোট্ট গোলাকে গোপালের রূপে সাজিয়ে তুললেন ভারতী ও হর্ষ।

সোশ্যাল মিডিয়াতে বরাবরই বেশ সক্রিয় ভারতী। নিয়মিতভাবেই ছবি থেকে ভিডিও শেয়ার করেন, সম্প্রতি ইনস্টাগ্রামে ভারতী একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট গোলাকে সুন্দর করে ‘বাল গোপাল’ এর রূপ দেওয়া হয়েছে  .সাথে তার মাথায় বাঁধা রয়েছে ময়ূরের পালক। ছোট্ট গোপাল সেজে গোলা আনন্দের সাথে খেলছে তার বাবার সাথে। আর এই ভিডিওটির ক্যাপশনে ভারতী লিখেছেন, “সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।”

Bharti Singh with her son gola

নিমেষের মধ্যেই গোলার এই কৃষ্ণরূপের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ছোট্ট গোলার হাসি দেখে অনেক ফ্যান হার্ট ইমোজি শেয়ার করেছেন তো অনেকে আবার কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন অফুরন্ত ভালোবাসায়। তাদেরই মধ্যে কেউ কেউ বলেছেন, ‘গোলা হর্ষের চশমা নিতে চায়।’

Bharti Singh Harsh Limbachiya Son Gol

আবার আরেকজন লিখেছেন, ‘আমাদের ছোট্ট বাল গোপাল।’ আরেকজন আবার বলেছেন, ‘কিউট সা গোলা।’ এমনকি গায়িকা নীতি মোহন মন্তব্য করে লিখেছেন, ‘লাডু বাচ্চা হ্যায় ইয়ে।’ এমনই একাধিক কমেন্টে ভরে গিয়েছে ছবির কমেন্ট বক্স। সাথে রয়েছে দুই লক্ষাধিক লাইক।

Bharti Singh Son Laksh

প্রসঙ্গত, জন্মের পরই গোলাকে নেট দুনিয়ার সাথে পরিচয় করতে চাননি ভারতী ও হর্ষ। তবে বেশ কিছুদিন পরে একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে সকলের সামনে হাজির করেন গোলাকে। আর তারপর থেকেই এই দম্পতি তাদের ছেলের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেন। বিভিন্ন পোশাকি সাজে গোলার ছবি ভাইরাল হতে দেখা যায় হামেশাই।

এদিকে মা হওয়ার কিছুদিন বাদেই কাজে ফিরে আসেন ভারতী। এই জন্য অগুনতি ভক্তের যেমন প্ৰশংসা কুড়িয়েছেন তেমনি অনেকে তার স্বাস্থ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন। পরে যদিও ভারতী বলেছিলেন যে তিনি ভাল আছেন এবং তিনি কাজ করতে চান। এর সঙ্গে ভারতী এও জানিয়েছেন যে, ছেলে জীবনে আসার পর তাঁর সুখ, হাসি দ্বিগুণ হয়েছে। এবং হাসতে হাসতে এও বলেন যে কমেডির জন্য তার কাছে এখন ডাবল কনটেন্ট আছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥