• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরো মায়ের মুখ বসানো! অবশেষে ছেলেকে সবার সামনে আনলেন ভারতী সিং, পুচকেকে দেখতে ভিড় নেটপাড়ায়

দীর্ঘ তিন মাসের অপেক্ষার অবসান। অবশেষে জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) এবং তাঁর কমেডিয়ান স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa) তাঁদের ফুটফুটে সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন। সোমবার রাজকীয়ভাবে ছেলে লক্ষ্যের মুখ প্রকাশ্যে এনেছেন এই তারকা দম্পতি। সামাজিক মাধ্যমে ‘মুহ দিখাই’এর ভিডিও শেয়ার করে লক্ষ্যকে (Laksh Limbachiyaa) সকলের সামনে এনেছেন ভারতী এবং হর্ষ।

Bharti Singh and Haarsh Limbachiyaa with son Laksh

   

গত ৩ এপ্রিল ভারতী এবং হর্ষের ঘোর আলো করে জন্ম নিয়েছে লক্ষ্য। সন্তানের জন্মের পর থেকে তাঁকে ঘিরেই এই তারকা জুটির জীবন আবর্তিত হচ্ছে। প্রিয় ‘গোলা’র মুখ প্রকাশ্যে না এনেই মাঝেমধ্যে তাঁর সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করতেন হাসির দুনিয়ার এই দুই জনপ্রিয় ব্যক্তিত্ব। তবে ছেলের বয়স তিন মাস পেরনো মাত্রই নিজেদের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে তাঁর মুখ প্রকাশ করেছেন তাঁরা।

Haarsh Limbachiyaa with son Laksh

ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে সুখী লিম্বাচিয়া পরিবারের ঝলক দেখা গিয়েছে। একটি ছবিতে ছেলেকে বুকে আগলে রাখা ভারতী, আরেকটি ছবিতে ছেলের সঙ্গে হর্ষ এবং তৃতীয় ছবিতে তিনজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। গোলা ওরফে লক্ষ্যকে দেখে নেটিজেনদের বক্তব্য, ছেলে একেবারে তাঁর মায়ের মতো হয়েছে। কেউ কেউ আবার বলেছেন, ভারতী এবং হর্ষ মেশানো দেখতে হয়েছে খুদেকে।

Bharti Singh with son Laksh

তবে ইনস্টাগ্রামে প্রথম নয়, নিজেদের ইউটিউব চ্যানেলে ভিডিও শেয়ার করে প্রথম ছেলের মুখ প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। ভারতী-হর্ষের ভিডিওয় অবশ্য শুধু লক্ষ্যের নয়, তাঁর পোশাক থেকে শুরু করে খেলনা হয়ে ঘর- সব কিছুর ঝলকই দেখতে পেয়েছেন অনুরাগীরা। পাশাপাশি আবার সন্তানের বয়স তিন মাস হয়ে যাওয়ায় উদযাপনের জন্য কেকও এনেছিলেন তাঁরা। আমের ফ্লেভারের সেই কেকের ওপর লক্ষ্যের নাম এবং ৩ মাস বয়স দুইই লেখা ছিল।

এই ভিডিওয় আবার ভারতীকে এও বলতে দেখা গিয়েছে, ছেলে নাকি পুরো তাঁর মতো হয়েছে। যা শুনে হর্ষের বক্তব্য ছেলের মধ্যে তাঁর বেশ কিছু গুণও রয়েছে। তবে নেটিজেনদের বক্তব্য, ছোট্ট লক্ষ্য বাবা কিংবা মা, যার মতোই দেখতে হোক না কেন তাঁর কিউটনেসে তাঁদের মন গলে গিয়েছে। খুদের মুখ দেখার পর থেকে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।