• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেটের দায়ে মাত্র ১২ দিনের সন্তানকে বাড়িতে রেখে কাজে ফিরতে হল! কেঁদে ভাসালেন ভারতী

ভারতী সিং,কমেডি,মা,Bharti Singh,comedy,mother,show

সদ্য মা হয়েছেন কমেডি ক্যুইন ভারতী সিং (Bharti Singh)। ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সঞ্চালক অভিনেত্রী৷ বাড়িতে থাকা বা পাপারাজ্জিদের চোখ থেকে দূরে থাকার পরিবর্তে, ভারতী একেবারে গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত ছিলেন ক্যামেরার সামনে, এবং পাপারাজ্জিদের নিজের সমস্ত আপডেট দিতে থেকেছেন তিনি। ভারতী দেশের প্রথম হোস্ট যিনি গর্ভাবস্থাতেও শো চালিয়ে গিয়েছেন। এই কারণে অসংখ্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বেবি বাম্প নিয়ে ভারতীর একাধিক ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবশেষে চলতি মাসের প্রথম রবিবারেই খুশির খবর দিয়েছেন কমেডি ক্যুইন।

পুত্র সন্তান জন্ম দিয়েছেন ভারতী , একথা শোনা মাত্রই খুদেকে এক ঝলক দেখার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন অনুরাগীরা। পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর তাকে অভিনন্দন জানাতে দেখা গিয়েছিল বলিউডের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বকে। কিন্তু মা হওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যেই একরত্তি সন্তানকে বাড়িতে রেখে কাজে ফিরতে দেখা গেল কমেডি ক্যুইনকে। আসলে এই শো ভারতী সিং ছাড়া খাঁ খাঁ করে, তা ভারতী নিজেও জানেন।

cropped-bharti.jpg

তাই নিজের কাজের প্রতি দায়বদ্ধ থেকেই মাত্র ২ সপ্তাহের মাথায় কাজে ফিরলেন ভারতী। ভারতী হর্ষ তাদের পুত্তুরের নাম রেখেছেন গোল্লা। কিন্তু এত আদরের ছেলেকেও বিশ্বাসযোগ্য পরিচারিকার হাতে ছেড়েই কাজে ফিরতে হয়েছে তাকে। হয়ত সে যত্নেই থাকবে, কিন্তু তবুও উদ্বিগ্ন ভারতী। এইকারণেই কাজে আসার আগে রীতিমতো কেঁদে ফেলেছিলেন তিনি।

ভারতী সিং,কমেডি,মা,Bharti Singh,comedy,mother,show

এই মুহূর্তে জাতীয় টেলিভিশনে ‘হুনরবাজ’ ও ‘দ্য খতরা খতরা’ নামক দুটি জনপ্রিয় রিয়েলিটি শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ভারতী সিং। সন্তান জন্ম দেওয়ার আগে পর্যন্তও মুখে রক্ত তুলে কাজ এগিয়ে দিয়ে গিয়েছেন তিনি। মাত্র কয়েকদিনের ছুটি নিয়ে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী, এবং ফিরে এসে আবার তিনি যোগ দিয়েছেন শো-এ। ভারতীর অবর্তমানে শো সঞ্চালনা করেছিলেন অভিনেত্রী সুরভি চন্দনা। এমনকি ছুটিতে থাকাকালীনও ভিডিও কলে তিনি নিয়মিত রেখেছিলেন যোগাযোগ।

 

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥