মা হতে চলেছেন জনপ্রিয় হাস্যকৌতুক অভিনেত্রী ভারতী সিং (Bharti Singh)। টেলিভিশনে যে সমস্ত কৌতুক শিল্পীরা রয়েছেন তাদের মধ্যে জনপ্রিয়তার দিক প্রথমের দিকেই আছে তার নাম। মঞ্চে ভারতী মানেই একরাশ হাসি, হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। বিগত কয়েক মাস ধরেই তার গর্ভবতী (Pregnent) হওয়া নিয়ে গুঞ্জন চলছিল বিটাউনে। তবে এবার নিশ্চিত প্রথমবার মা হতে চলেছেন ভারতী।
২০১৭ সালে হর্ষ লিম্বাচিয়াকে (Harsh Limbachiya) বিয়ে করেন ভারতী। এরপর থেকে দিব্যি সুখের সংসার করছিলেন দুজনে। টেলিভিশনের একাধিক রিয়্যালিটি শোয়ের মঞ্চে একত্রে সঞ্চালনা করতে দেখা গিয়েছে ভারতী-হর্ষ জুটিকে। গতবছর থেকেই ভারতীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বিটাউনের অন্দরে। যদিও প্রথমে মা হওয়ার কথা একপ্রকার অস্বীকার করেছিলেন অভিনেত্রী। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটল। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেলে নতুন সদস্যের আগমনের খবর দিয়েছেন অভিনেত্রী।
এছাড়াও সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতী জানিয়েছেন, প্রেগনেন্সির প্রথম আড়াই মাস তিনি নিজেও বুঝতে পারেননি ব্যাপারটা। নিজের সমস্ত দৈনন্দিন কাজ, দৌড়ঝাঁপ থেকে নাচানাচি সবই করছিলেন। কিন্তু হঠাৎই একদিন প্রেগনেন্সি পরীক্ষা করে পজিটিভ দেখেন তিনি। এরপরেই বুঝতে পারেন মা হতে চলেছেন অভিনেত্রী। তবে সাথে তিনি আরো জানান, এই মুহূর্তে সন্তান নেওয়ার ইচ্ছা ছিল না ।তবে স্বামী হর্ষের মতে একজন হোক বা দুবছর পর কোনোটাতেই আপত্তি নেই তার।
এদিন হাসিমুখেই নিজেকে প্রথম গর্ভবতী সঞ্চালক উপাধি দিয়েছেন ভারতী। ইতিমধ্যেই গর্ভাবস্থায় জিনের সঞ্চালনা কাজ দিব্যি বজায় রেখেছেন তিনি। তবে অভিনেত্রীর ইচ্ছা নয় মাস পর্যন্ত কাজ চালিয়ে যাবেন তিনি। যার ফলে সন্তান মায়ের মতই কঠোর পরিশ্রমী হবে।
প্রসঙ্গত, অপারেশন থেকে শুরু করে কাটাকুটিতে বড্ড ভয় পান ভারতী। তাই সন্তানের জন্ম দেবার জন্য সি সেকশন পদ্ধতিতেই যথেষ্ট ভয় রয়েছে তার। ইচ্ছা রয়েছে নরমাল ডেলিভারি করার। অভিনেত্রী জানান, নিয়মিত শরীরচর্চা করছি, চিকিৎসকের পরামর্শের মতই চলছি যাতে নরমাল ডেলিভারি করানো যায়।