মা হলেন কমেডি কুইন ভারতী সিং (Bharti Singh)! সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে এই খুশি খবর। জানানো হচ্ছে ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন ভারতী। এমনকি খবর ভাইরাল হতেই নেটিজেনদের শুভেচ্ছায় ভরে গিয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। কিন্তু সত্যি সত্যিই কি মা হয়েছেন ভারতী (Bharti Singh became mother)? নাকি সম্পূর্ণটাই গুজব? সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী।
ভারতী সিংয়ের গর্ভবতী হওয়ার আগে থেকেই তাকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছিল বি টাউনে। এরপর অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে দারুন খুশি হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল সকলেই। অভিনেত্রী নিজেই জানান এপ্রিলেই মা হতে চলেছেন তিনি। তাঁর ও স্বামী স্বামী হর্ষ লিম্বাচিয়ার (Harsh Limbachiya) ঘরে শীঘ্রই সন্তান আসতে চলেছে।
এমনকি এক সাক্ষাৎকারে অভিনেত্রী এও জানান যে, কন্যা সন্তান চান তাঁরা দুজনেই। তবে বর্তমানে যে মেয়ে হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু সত্যিই নয়। যেহেতু অভিনেত্রী মেয়ে চেয়েছিলেন ও তাঁর এপ্রিলেই সন্তান হওয়ার কথা তাই নেটপাড়ায় এই গুজব রটানো হয়েছে। আর সেটা ভাইরালও হয়ে পড়েছে ব্যাপকভাবে।
তবে গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করেননি অভিনেত্রী। সম্প্রতি লাইভে এসেছিলেন ভারতী, তিনি জানান তাদের কন্যা সন্তানের জন্ম হওয়ার খবর সম্পূর্ণটাই গুজব মাত্র। তাই যেন কোনো গুজবে কান না দেন নেটিজেনরা, তাঁর জন্য অনোরুধ করেছেন তিনি। তবে শীঘ্রই তিনি মা হতে চলেছেন, একথাও জানিয়ে দেন স্পষ্ট করেই।
এদিকে যেকোনো মুহূর্তে মা হতে চললেও কাজে বিরতি নিতে নারাজ অভিনেত্রী। বর্তমানে ‘খতরা খতরা’ রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ভারতী ও হর্ষ। সেখানে শুটিংয়ের মাঝেই লাইভ ভিডিও শহরে করেছেন ভারতী। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিযেন, তিনি চান তাঁর সন্তান তারই মোট পরিশ্রমী হোক তাই গর্ভবতী হলেও কাজ চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, ভারতী এবং হর্ষ ৫ বছর আগে ২০১৭ সালে গোয়ায় অত্যন্ত ধুমধাম করে বিয়ে করেছিলেন। বিয়ের ৪ বছর পরে ২০২১ সালের ডিসেম্বরে ভারতীর প্রেগন্যান্সির খবর সামনে আসে। সম্প্রতি নিজের প্রেগন্যান্সি সম্পর্কে ভারতী বলেছেন “আমি খাচ্ছি, শুটিং করছি, ‘ডান্স দিবানে’ তে নাচ করছি।” নিজের হঠাৎ প্রেগন্যান্ট হওয়ার প্রসঙ্গে ভারতী বলেছেন “এই সময় বাচ্চা নেওয়াটা আমাদের পরিকল্পনা ছিল না। তাই এটা আমাদের প্রথমে খুবই অবাক করেছিল।