• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই বয়সেই গণেশ বন্দনায় মেতেছে ভারতীর ছেলে, সিদ্ধিদাতার চরণে বসে প্রণাম করল লক্ষ্য, রইল ভিডিও

Updated on:

Bharti Son Lakshya as Little Ganesha on Ganesh Chaturthi

সারা দেশ জুড়ে ধুমধাম করে গণেশ পুজো (Ganesh Chaturthi) উদযাপন করা হচ্ছে। ১০ দিন ধরে চলবে এই উৎসব। বলিউডের বহু তারকারাও গণপতিকে বাড়িতে এনে তাঁর পুজো করছেন। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) এবং হর্ষ লিম্বাচিয়ার (Haarsh Limbachiyaa) নামও।

ভারতী এবং হর্ষ বেশ বড় করে জাঁকজমকপূর্ণভাবে সিদ্ধিদাতার পুজোর আয়োজন করেছেন। এবার আবার তারকা জুটির সঙ্গে তাঁদের খুদে ছেলে লক্ষ্যও (Laksh Singh Limbachiyaa) বাপ্পার আরাধনায় মেতেছে। ভারতী এবং হর্ষের ছেলের গণেশ বন্দনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Bharti Singh and Haarsh Limbachiyaa with son Laksh

ছেলের জন্মের পর যেহেতু এটি ভারতী এবং হর্ষের প্রথম গণেশ পুজো, তাই আরও সুন্দর করে বাপ্পার আরাধনায় মেতেছে তারকা জুটি। সেখানে শামিল হয়েছে ছোট্ট লক্ষ্যও। তাঁর গণপতি আরাধনার খুব মিষ্টি একটি ভিডিও নেটমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে, যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Laksh celebrating Ganesh Puja

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সেই ভিডিওয় দেখা যাচ্ছে, ভারতের এই জনপ্রিয় কমেডিয়ান জুটির নয়নের মণি গোলা তথা ছোট্ট লক্ষ্য প্রাণ ভরে গণেশ ঠাকুরের আরাধনা করছে। মা ভারতী তাঁকে পিছন দিক থেকে ধরে রয়েছে এবং সে সিদ্ধিদাতার সামনে বসে। এরপর  ভারতীয় তাঁকে তুলে খানিক নাচও করায়। ভিডিওর শেষে দেখা যায়, গণেশ ঠাকুরের বেদীতে হাত দিয়ে নমস্কার করছে ছোট্ট লক্ষ্য। এরপর হাত জোড় করেও নমস্কার করতে দেখা যায় তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এই বয়সেই ভারতী এবং হর্ষের ছেলের এইভাবে গণেশ বন্দনা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। একের পর এক সেই ভিডিওয় কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন তাঁরা। লক্ষ্যের কিউটনেস দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

এছাড়াও গণেশ চতুর্থীর দিন ভারতী এবং হর্ষ নিজেদের ইনস্টাগ্রামে লক্ষ্যের সঙ্গে একটি মিষ্টি ছবিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, গণপতির বেশে সাজানো হয়েছে খুদে লক্ষ্যকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটিও ব্যাপক ভাইরাল হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥