• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হুনরবাজের মঞ্চে মিঠুনকে বাচ্চা বানিয়ে দিলেন ভারতী! দেখুন ছোট্ট মহাগুরুর ভাইরাল সেই ভিডিও

Published on:

Bharti Singh,ভারতী সিং,Mithun Chakraborty,মিঠুন চক্রবর্তী,Social Media,সোশ্যাল মিডিয়া,Reel Video,রিল ভিডিও

কৌতুক শিল্পী ভারতী সিং দারুন মজার মানুষ। বরাবরই হাসি, মজায় সকলকে মাতিয়ে রাখেন দেশের এক নম্বর লাফটার ক্যুইন ভারতী। তাই কোনো মঞ্চে ভারতী উপস্থিত থাকবেন আর সেখানে হাসি ঠাট্টা হবে না এমনটা হতে পারে না। উল্লেখ্য গর্ভাবস্থার পর থেকেই বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন এই কৌতুক শিল্পী।

এই মুহূর্তে প্রায় ৭ মাসের গর্ভবতী ভারতী। আর বর্তমানে তিনি গর্ভবতী অবস্থাতেই হুনরবাজ: দেশ কি শান’-এর নামে কালারস টিভির একটি অনুষ্ঠানের সঞ্চালনা করছেন। সম্প্রতি ভারতী দাবি করেছিলেন তিনিই ভারতের প্রথম অন্তঃসত্ত্বা সঞ্চালিকা। প্রসঙ্গত ভারতী এবং তার স্বামী হার্ষ লিম্বোচিয়া বর্তমানে এই রিয়ালিটি শোয়ে একসাথে সঞ্চালনা করছেন।

Bharti Singh,ভারতী সিং,Mithun Chakraborty,মিঠুন চক্রবর্তী,Social Media,সোশ্যাল মিডিয়া,Reel Video,রিল ভিডিও
আর এই অনুষ্ঠানের বিচারকের আসনে রয়েছেন করণ জোহর,পরিনীতি চোপড়া ছাড়াও দেশের ডিস্কো ডান্সার তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর সেই সুবাদেই এখন ভারতীর নানান ঠাট্টা-ইয়ার্কি থেকে রেহাই পাননি স্বয়ং মহাগুরুও।

ভারতী সিং Bharti Singh
উল্লেখ্য দিনভর তুমুল ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট করা মাত্রই তা ভাইরাল হতে বেশি সময় লাগে না। সম্প্রতি প্রকাশ্যে এলো ভারতীর পোস্ট করা এমনই একটি মজার ভিডিও।এই ভিডিওটির ক্যাপশনে ভারতী লিখেছেন ‘আমাদের বেবি মিঠুন’।

Bharti Singh,ভারতী সিং,Mithun Chakraborty,মিঠুন চক্রবর্তী,Social Media,সোশ্যাল মিডিয়া,Reel Video,রিল ভিডিও

সে কখনও হাসছে , কখনও রেগে যাচ্ছে , আবার কখনও অবাক হয়ে যাচ্ছেন।’ ক্যামেরার ওপার থেকে ভারতীকে বলতে শোনা যায় , ‘চকলেট খায়েগা ! আগলে এপিসোড চকলেট সে কারেগা, পেয়সা নেহি মাঙ্গে গা ! এমনকি তার ডাইপার পাল্টে দিতেও বলেন। আসলে এটি একটি রিল ভিডিও শেয়ার করেছেন। আর ভিডিওতে ফিল্টার লাগিয়ে এই মজার ভিডিওটি বানিয়েছেন ভারতী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥