• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Jio-Airtel এর একাধিপত্য শেষ! দুরন্ত স্পিডের 4G পরিষেবা চালু সহ 5G ঘোষণাতে চমকে দিল BSNL

ভারতের সবচাইতে বড় পুরোনো ও সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। তবে Jio আসার পর থেকে বাকি নেটওয়ার্কের মত BSNL এর অবস্থা বেশ কিছুটা খারাপের দিকে গিয়েছিল। তবে এবার আর নয়, দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Airtel, Vi, Jio এর বাজারে ধামাকা করতে এবার কোমর বাঁধল BSNL।

আজও অনেকেই BSNL এর সিম ব্যবহার করেন। যাঁরা BSNL গ্রাহক তাদের আফসোস দূর করে বেশ কিছুদিন ধরেই গোটা দেশে দ্রুত BSNL 4G চালুর জন্য কাজ করছে সংস্থা। এবার জানা গেল পাঞ্জাবের অমৃতসরেই প্রথম 4G পরিষেবা চালু হচ্ছে। তবে এখনই পুরো দমে চালু নয়। আপাতত টেস্টিং পর্যায় বা বিটা ট্রায়াল চালু হয়েছে। এরপর সার্ভিস সংক্রান্ত ফিডব্যাক নেওয়া হবে পুরোপুরি চালু করার পূর্বে।

   

BSNL launches 4g Ready to roll out 4G all over India

বিএসএনএল এর মতে ২০২৩ এর মধ্যেই দেশের কোণায় কোণায় 4G নেটওয়ার্ক পৌঁছে দেওয়া হবে। এর শুরুটাই হল পাঞ্জাবের অমৃতসর, পাঠানকোট ও ফিরোজপুরের বিটা টেস্টিংয়ের মধ্যে দিয়ে। এই কাজের জন্য ২০০টি লাইভ সাইট বেঁচে নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই ঘরে ঘরে বিএসএনএল ফোরজি এর রমরমা হবে।

জানিয়ে রাখা ভালো, বর্তমানে ২০০টি 4G সাইট থাকলেও শীঘ্রই দেশের মধ্যে ১ লক্ষ 4G নেটওয়ার্ক সাইট তৈরির লক্ষ রয়েছে বিএসএনএল এর। এর জন্য বিভিন্ন সংস্থার কাছে বিপুল অংকের অর্ডার দেওয়া হয়েছে। যার মধ্যে একটা বড় অংশ গিয়েছে টাটা গ্রূপের কাছে।

প্রসঙ্গত, জুন মাসেই টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, ‘আগামী দু সপ্তাহের মধ্যে ২০০টি স্থানে BSNL 4G চালু করা হবে। যেটা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 4G থেকে 5G নেটওয়ার্কে রূপান্তরিত করা হবে। বিএসএনএল এ দ্রুততার সাথে নেটওয়ার্ক তৈরী শুরু করবে সেটা অবাক করে দেওয়ার মত হবে’।

সরকারি টেলিকম সংস্থার নেটওয়ার্ক আপগ্রেডের এই খবরে হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। একসময় ফ্রি হলেও আজকের দিনে দাঁড়িয়ে Jio, Airtel বা Vodafone Idea কারোরই চার্জ কম নয়। সেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা কিছুটা স্বস্তি দেবেই বলেই আশা সাধারণ গ্রাহকদের।