• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একজনের জন্য গোটা ইন্ডাস্ট্রীর দিকে অভিযোগের আঙ্গুল! নাম না নিয়ে শ্রীলেখাকে কড়া জবাব ভরত কলের

সম্প্রতি কালে রাজ্যের পরিস্থিতি কারোর কাছেই অজানা নয়। শিক্ষা ক্ষেত্রে বড়সড় দুর্নীতি প্রকাশ্যে এসেছে যাতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Partha Chatterjee-Arpita Mukherjee) নাম জড়িয়েছে। আর অর্পিতা মুখোপাধ্যায় হলেন টলিউডের নায়িকাদের মধ্যেই একজন, তাই এরপর থেকেই টলিপাড়ার মধ্যেও যথেষ্ট আলোচনা বেড়েছে শাসকদলে থাকা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে।

তবে এবার টলিউডের তারকাদের দিকে ওঠা অভিযোগের আঙুলের বিরুদ্ধে সরব হলেন অভিনেতা ভরত কল (Bharat Kaul)। অভিনেতা জানান, ২০১১ সালেরও ১০ বছর আগে থেকে দলের সাথে সম্পর্ক রয়েছে তাঁর। নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী বলে স্বীকারও করেছেন তিনি, সেই কারণেই এখন তিনি হয়ে উঠেছেন সফট টার্গেট। সম্প্রতি অভিনেতার জন্মদিন ছিল। সেদিনেই নিজের মনে অভিমান আনন্দবাজারের কাছে প্রকাশ করেছেন তিনি।

   

Bharat Kaul,Sreelekha Mitra,Tollywood Industry,Bengali Film Industry,বাংলা ছবি ইন্ডাস্ট্রি,ভরত কল,শ্রীলেখা মিত্র

অভিনেতা খোলা চিঠিতে লেখেন, ‘২০০১ সালে তাপস পাল যখন প্রথম বিধায়ক নির্বাচনের জন্য টিকি পায়। তখন ওঁর অন্য প্রথম প্রচারে ছিলাম। সেই সময় তাপসের হাতে তুলি আর আমার হাতে রঙের কৌটো ছিল। দেওয়াল লিখন করেছিলাম আমরা, সেই সময় প্রচারে টাকা নিয়েছিলাম? কে কি করল না করল কোপ আমাদের ঘাড়ে’।

অবশ্য এখানেই শেষ নয়, এক অভিনেত্রীকে উদেশ্য করেও বেশ কড়া কথাই লিখেছেন অভিনেতা। তিনি লেখেন, জট কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানালে। প্রতিবারে ‘চটিচাটা দল’ কুটুক্তি জোটে! কেন চটি চাটতে যাব? দিদি সিনেমার প্রযোজক না পরিচালক ? এতদিন আমাদের বলেছেন এবার ঋদ্ধি সেনের পেছনে পড়েছেন। তিনি নিজেও তো আমাদেরই পেশার। তা সত্ত্বেও আগের বা পরের কোনও প্রজন্মকেই ছাড়ছেন না! আসলে কাক কাকের মাংস খায়!’

Bharat Kaul,Sreelekha Mitra,Tollywood Industry,Bengali Film Industry,বাংলা ছবি ইন্ডাস্ট্রি,ভরত কল,শ্রীলেখা মিত্র

অবশ্য এতেও শেষ হয়নি তাঁর বক্তব্য। ভরতবাবুর মতে, পার্থ-অর্পিতার কান্ড প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়াতে অনবরত সহ-অভিনেতাদের প্রতি বিষ উগরে দেওয়া হচ্ছে! এমন আরও অনেক অভিনেত্রী রয়েছেন, তাদের নামও জানি, বলব?

এরপর অভিনেতা আরও বলেন, অর্পিতাকে ছোট না করেই বলছি, কতদিন হল অভিনয় করছেন? কে চেনে তাকে? ৩০ বছর ধরে অভিনয় করছি আমি তো চিনি না। হ্যাঁ হয়তো কিছু ছবিতে কাজ করেছে, তাতেই তিনি অভিনেত্রী! কিন্তু এই একজনের জন্য গোটা রাজ্য ও ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে এত নিন্দা কটূক্তি কুৎসা কেন?

site