• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাক কখনও কাকের মাংস খায় না! সব্যসাচীকে হিপোক্রিট বলায় বিপ্লব চ্যাটার্জীকে ধুয়ে দিলেন ভরত কল

Published on:

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinenma,ভরত কল,বিপ্লব চ্যাটার্জী,Biplab Chatterjee,সব্যসাচী চক্রবর্তী,Sabyasachi Chakraborty,বিস্ফোরক মন্তব্য,Explosive Comment,Bharat Kaul

বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন ভরত কল (Bharat Kaul)। বড় পর্দা  হোক কিংবা ছোট পর্দা বিনোদনের উভয় মাধ্যমেই দীর্ঘ ৩০ বছর ধরে দাপটের সাথে অভিনয় করে চলেছেন এই প্রবীণ অভিনেতা। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে কখনো তিনি হয়ে ওঠেন বাবা,জেঠু আবার কখনও খলনায়ক।

স্টার জলসার পর্যায়ে সদ্য শেষ হয়েছে ভারত কল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘বালিঝড়’। এই ধারাবাহিকে তিনি নায়িকা ঝোড়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন।  সম্প্রতি সিটি সিনেমার বিশেষ সেগমেন্ট ‘ঠোঁট কাটা’য়  ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবন নানা বিষয়ে এক খোলামেলা আড্ডায় বসে ছিলেন অভিনেতা।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinenma,ভরত কল,বিপ্লব চ্যাটার্জী,Biplab Chatterjee,সব্যসাচী চক্রবর্তী,Sabyasachi Chakraborty,বিস্ফোরক মন্তব্য,Explosive Comment,Bharat Kaul

প্রসঙ্গত এই সেগমেন্টে কিছুদিন আগেই হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা তথা বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক বিপ্লব চ্যাটার্জী (Biplab Chatterjee)। তিনি সকলের পরিচিত ফেলুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) প্রসঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করে তাকে প্রকাশ্যে ‘হিপোক্রিট’ বলে কটাক্ষ করেছিলেন।

Biplab Chatterjee, Biplab Chatterjee in Apur Sansar, Biplab Chatterjee Pick pocket

অনেকেই হয়তো জানেন না। সব্যসাচীর চক্রবর্তী হলেন ভরত কলের অভিনয় জীবনের গুরু। তাই নিজের অভিনয় জীবনের গুরু সম্পর্কে বিপ্লব চ্যাটার্জির মতো একজন বর্ষিয়ান অভিনেতার এমন মন্তব্য শোনার পর তাঁর  প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অত্যন্ত বিনয়ের সাথেই অভিনেতা বলেন সব্যসাচী চক্রবর্তী জীবনে কোনদিন কারো সাহায্য নেননি। তাতে যদি কারো মনে হয়ে থাকে তিনি হিপোক্রিট তাহলে তাই।

অভিনেতার নিজের কথায় ‘বেণুদা (সব্যসাচীর ডাক নাম) কখনও কোনোদিনও কারও সাহায্য নেননি। বেণুদার যখন যেটা  ইচ্ছা হয় উনি করেন যদি ওনার ইচ্ছা না হয় তাহলে কেউ ওনাকে সেটা করতে পারবে না। এতে হিপোক্রেসি কোথায় আছে?ইটা নিয়ে বিপ্লবদাকে বলবো দয়া করে তুমি এটা নিয়ে কথা বলো না। কারণ কাওকে ছোট করে কেউ বড় হতে পারে না। আমি দেখেছি কাক কাকের মাংস খায় না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥