বাংলা সিরিয়ালের পর্দায় স্বামী স্ত্রী এমন অনেক জুটিই আছেন যারা প্রেম করছেন বাস্তবেও। সিরিয়ালে অভিনয় করতে গিয়েই তাদের পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে। টিভি সিরিয়ালের এমনই এক জনপ্রিয় সেলেব কাপল হলেন প্রারব্ধী সিংহ (Prarabdhi Singha) এবং অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী (Ashmita Chakraborty)। যদিও দর্শক তাদের চেনেন অন্য নামে।
আসলে এখানে কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) সিরিয়ালের কলি (Koli) এবং স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’য় নায়ক সূর্যর খুড়তুতো ভাই জয় (Joy)-কে নিয়ে।কিন্তু অনেকে ভাবছেন সেটা কি করে সম্ভব? তারা তো অভিনয় করেন আলাদা আলাদা সিরিয়ালে।
আসলে ইতিপূর্বে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হত জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’ (Bhaggolokkhi)। এই সিরিয়ালেই জুটি বেঁধেছিলেন প্রারব্ধী আর অস্মিতা। অনস্ক্রিন স্বামী স্ত্রী শুভ (Subho) এবং রিয়া (Riya) চরিত্রে অভিনয় করেছিলেন তারা। আর সেই থেকেই ধীরে তাদের পর্দার প্রেম গড়ায় বাস্তবে। দুজনেরই ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলে দেখা মেলে তাদের এক গুচ্ছ ছবি।
তবে এখন তারা দুজনেই কাজ করছেন আলাদা চ্যানেলের আলাদা প্রোডাকশন হাউজে। তাই একসাথে ক্যামেরায় খুব একটা ধরা দিতে পারেন না এই জুটি। তবে সদ্য গিয়েছে সরস্বতী পুজো। এই দিনটিকে অনেকে আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-এর তকমা দিয়েছেন। আর বিশেষ দিনেই প্রারব্ধী আর অস্মিতা ধরা পড়েছিলেন ইউটিউব চ্যানেল বলি নিউজের ক্যামেরায়।
পুজোর দিনে চুটিয়ে খাওয়াদাওয়া আড্ডা আর একসাথে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে এই মিষ্টি জুটিকে। আর চারদিকে যেহেতু এখন বিয়ের মরশুম তাই তাদের কাছেও তাদের বিয়ের প্লানিং নিয়ে জানতে চাওয়া হলে পর্দার জয় মজা করে বলেন ‘হ্যাঁ এই তো কিছুদিন আগেই বিয়ে করেছি উর্মিকে’। তারপরেই হাসতে হাসতে পর্দার কলি জানায় ‘এখন আমরা অনেকটাই ছোট এখনও আমাদের বিয়ের বয়স হয়নি’।