• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন’! ফের নতুন গান বাঁধলেন ভুবন বাদ্যকর, নিমেষে ভাইরাল ভিডিও

শুধু বাংলা নয় এখন দেশ তথা বিশ্ব ছাপিয়ে গিয়েছে কাঁচা বাদাম গানের জনপ্রিয়তা। একটি গানেই ভাগ্য বদলে গিয়েছে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের। একটি মাত্র সৃষ্টি তাকে বিশ্বের দরবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া একপ্রকার অসম্ভব। ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান। ফেসবুক ইউটিউব থেকে সর্বত্রই বাজছে কাঁচা বাদাম গান। ইতিমধ্যেই এই গানের একাধিক রিমেক তৈরি হয়ে গিয়েছে।

এছাড়াও ফেসবুক ইন্সটাগ্রাম খুললেই এই গানের একাধিক রিল ভিডিও সামনে আসে। শুধু তাই নয় সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা পর্যন্ত এই গানে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। ইতিমধ্যেই এই গানের সুরে ইংরেজি, হিন্দিতেও রিমেক তৈরি হয়েছে।

   

Rupali Ganguly,anupama,Madhvi Gogate,মাধবী গোগাটে,অনুপমা,রূপালী গাঙ্গুলী,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Kancha badam,bhuban badyakar

তাই বলাই বাহুল্য বাদাম কাকুর ভাগ্য পুরো একটা গানই বদলে দিয়েছে। তিনি এখন গোটা বিশ্ব জুড়ে জনপ্রিয়। এমনকি ভুবন বাবু এও জানিয়েছেন যে, বাদাম আর তার বিক্রি হচ্ছেনা সকলে তাকে গায়ক হিসেবেই চায়। সম্প্রতি একটি পাঁচতারা হোটেলে ডাক পড়েছিল তার, সেখানে ভুবন বাবু পারফর্ম করেছেন।

Rupali Ganguly,anupama,Madhvi Gogate,মাধবী গোগাটে,অনুপমা,রূপালী গাঙ্গুলী,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,Kancha badam,bhuban badyakar

ওমন জায়গায় গিয়ে প্রথমেই ভ্যাবাচ্যাকা খেয়ে যান ভুবন বাবু, তাই তিনি প্রথমেই জানিয়ে দেন খুব একটা গান নেই তার। তবে তিনি চান সকলের ভালোবাসা পেতে। এরপর তিনি চিরপরিচিত বাদাম গান গেয়েই সকলের মনোরঞ্জন করেন।

এরপর সাক্ষাৎকারে ভুবন বাবুকে জিজ্ঞেস করা হয় তিনি কোনোও নতুন গান বানিয়েছেন কিনা। আর এই প্রশ্নের জবাবে ফের বাদাম কাকু নিজের বানানো আরও একটি নতুন গান সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই শুনিয়ে দেন৷ এদিন এই হোটেলে উপস্থিত ছিলেন নীল ভট্টাচার্য, দর্শনা বণিকের মতো তারকারাও। এবার নীচের লিঙ্কে শুনে নিন ‘বাদাম কাকুর নতুন গান’।