• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীঘা-পুরী অতীত! রইল নামমাত্র খরচে কলকাতার কাছে পাহাড়-ঝরনা-নদীতে ঘেরা ট্যুরিস্ট স্পটের হদিশ

Published on:

Best Tourist Destination near kolkata to visit with low budget of rs 2500

বাঙালি মানুষরা চিরকালই ভ্রমণপিপাসু। তবে এখন অধিকাংশ মানুষই কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন যে ঘুরতে (Travel) যাওয়ার সময় পান না। আজকের প্রতিবেদনে তাই কলকাতার এমন একটি জায়গার হদিশ দেওয়া হল যেখানে অল্প কয়েকদিনের ছুটিতে আপনি চলে যেতেই পারেন। কলকাতার কাছাকাছি স্বল্প খরচে যে এমন দুর্দান্ত ঘুরতে যাওয়ার জায়গা আছে তা হয়তো অনেকেই জানেন না। এই অপূর্ব জায়গার নাম হল সাতকোশিয়া (Satkosia)।

শহরের এই কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে প্রত্যেকেই একটু পাহাড়-জঙ্গল-নদীর ধারে নিরিবিলিতে কয়েকটা দিন কাটাতে চান। আর সাতকোশিয়া এমনই একটি জায়গা। আপনি যদি একবার এখানে যান তাহলে প্রেম পড়বেনই পড়বেন। ওড়িশা ইকো টুরিজমের উদ্যোগে এই জায়গাটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখান দিয়েই বয়ে গিয়েছে মহানদী। সেখান থেকেই হয়েছে সাতকোশিয়ার নামকরণ।

Satkosia, Travel, Tourist spot

বর্ষাকালে এই জায়গাটি অত্যন্ত অপূর্ব রূপ ধারণ করে। ৮০০ কিলোমিটার জঙ্গলের মধ্যে অরিশার দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ রয়েছে। পাহাড়, নদী, ঝরনার মিশেলের সাতকোশিয়া পাহাড়প্রেমী মানুষদের জন্য তো বটেই, সেই সঙ্গে প্রাণী প্রেমী মানুষদের জন্যেও একেবারে পারফেক্ট।

Satkosia, Satkosia tiger reserve, Travel, Tourist spot

আপনি চাইলেই এখানে জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়তে পারেন। সেখানে দেখা মিলবে বাঘ, হাই, বাইসন, লেপার্ড, ভল্লুকের মতো প্রাণী। এছাড়া ভাগ্য ভালো থাকবে প্যারাডাইস ফ্লাইক্যাচার, ওরিয়েন্টাল ব্লু ম্যাগপাইয়ের দর্শনও হয়ে যাবে।

Satkosia, Satkosia tiger reserve, Travel, Tourist spot

কীভাবে যাবেন? কলকাতা থেকে সম্বলপুর এক্সপ্রেস ট্রেন ধরে কটক কিংবা অঙ্গুলে নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনাকে সাতকোশিয়া যেতে হবে। আপনি যদি গাড়ি করে যেতে চান তাহলে NH16 ধরে কটকের ১৩ কিলোমিটার আগে মঙ্গলু চক থেকে NH55 ধরতে হবে এবং অঙ্গুল যেতে হবে, সেখান থেকে চলে যেতে হবে সাতকোশিয়া।

Satkosia, Travel, Tourist spot

এখানকার থাকা-খাওয়ার খরচ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। সাতকোশিয়ায় থাকতে প্রত্যেকদিন মাথাপিছু ২৫০০ টাকা মতো খরচ হবে। আপনি যদি টেন্ট কটেজে থাকতে চান, তাহলে সেই সুবিধাও এখানে রয়েছে। এসি এবং নন-এসি দুই ধরণের টেন্ট কটেজই রয়েছে এখানে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥