চলতি বছরটা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। তবে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির জন্য দারুণ কেটেছে। একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে আর সেগুলি বক্স অফিসে ঝড় তুলেছে। বলিউড সুপারস্টারদের সিনেমা যেখানে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, সেখানে কনটেন্টের জোরে দর্শকদের মন জয় করেছে সাউথের ছবি। আজকের প্রতিবেদনে এই বছর বক্স অফিসে ঝড় তোলা ১০টি সাউথের সিনেমার (South Indian movies) নাম তুলে ধরা হল।
রাধে শ্যাম (Radhe Shyam)- প্রভাস অভিনীত ছবিটি দশম স্থানে রয়েছে। পর্দার ‘বাহুবলী’ এবং পূজা হেগড়ে অভিনীত এই ছবিটি বক্স অফিসে ১৫৪ কোটি টাকা আয় করেছিল। অঙ্কের দিক থেকে অনেক বেশি হলেও বাজেটের নিরিখে ছবিটিকে হিটের তকমা দেওয়া যায় না। তবুও এই বছরের বহু বলিউড ছবির থেকে বেশি আয় করেছে ‘রাধে শ্যাম’।
ভিমলা নায়ক (Bheemla Nayak)- নবম স্থানে রয়েছে ‘ভিমলা নায়ক’এর নাম। ছবিটির বাজেট ছিল ১০৫ কোটি টাকা। বক্স অফিস থেকে আয় করেছিল ১৫০ কোটি টাকা। তাই সহজেই এই ছবিটিকে হিট তকমা দেওয়া যায়।
ভালিমাই (Valimai)- তালিকায় নাম রয়েছে এই ছবিটিরও। ‘ভালিমাই’ তৈরিতে খরচ হয়েছিল ১২৫ কোটি টাকা। অপরদিকে বক্স অফিস কালেকশন ছিল ১৬৩ কোটি টাকা। দর্শকদের থেকে তরফ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল।
সরকারু ভারী পাতা (Sarkaru Vaari Paata)- দক্ষিণী সুপারস্টার মহেশবাবু অভিনীত এই সিনেমার নামও লিস্টে রয়েছে। ছবিটির বাজেট ছিল ১২৫ কোটি টাকা। অপরদিকে ‘সরকারু ভারী পাতা’ বক্স অফিস থেকে আয় করেছিল ১৮৫ কোটি টাকা।
বিস্ট (Beast)- তালিকায় নাম রয়েছে আরও একটি চর্চিত সিনেমা ‘বিস্ট’এর। ১৩০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই ছবি। অপরদিকে বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় ২২৭ কোটি টাকা।
কানতারা (Kantara)- প্রত্যাশা মতোই তালিকায় নাম রয়েছে ঋষভ শেট্টি পরিচালিত এবং অভিনীত ‘কানতারা’। মাত্র ১৬ কোটি টাকার বাজেটে তৈরি এই সিনেমা বক্স অফিসে ৪০৬ কোটি টাকা আয় করেছিল। সেই সঙ্গেই আদায় করে নিয়েছিল দর্শকদের প্রশংসা।
বিক্রম (Vikram)- কমল হাসান অভিনীত এই সিনেমার নামও তালিকা রয়েছে। এই দক্ষিণী ছবিটিও বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। ১১৫ কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমা বক্স অফিস থেকে প্রায় ৪২৪ কোটি টাকা আয় করেছিল।
পোন্নিয়িন সেলভান (Ponniyin Selvan)- মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’এর নামও এই লিস্টে রয়েছে। ২১০ কোটির এক বিশাল বাজেটে তৈরি হয়েছিল এই ছবি। অপরদিকে বক্স অফিসে প্রায় ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল এই সিনেমা।
আরআরআর (RRR)- এস এস রাজামৌলী পরিচালিত এই সিনেমা চলতি বছরের অন্যতম সেরা সিনেমাগুলির মধ্যে একটি। বক্স অফিসেও ঝড় তুলেছিল ‘আরআরআর’। ৪২৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত এই সিনেমা। অপরদিকে বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় ১১৩১ কোটি টাকা।
কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2)- চলতি বছরের সবচেয়ে সফল ছবি হল কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার ২’।
১৫০ কোটি টাকার বাজেটে তৈরি এই সিনেমা সারা বিশ্বের বক্স অফিস থেকে প্রায় ১২২৮ কোটি টাকা কামিয়েছিল।