• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কূটকচালি কিংবা পরকীয়া নেই! দর্শকদের বিচারে সর্বকালের সেরা এই ৬টি বাংলা সিরিয়াল

Published on:

best serials of all time according to viewers

বাংলা ধারাবাহিক মানেই সেখানে দেখানো হবে পরকীয়া, কূটকচালি আর অবৈধ সম্পর্ক। এখনকার ধারাবাহিকগুলির বিরুদ্ধে দর্শকদের একাংশ এই বলে ক্ষোভ উগড়ে দেন। অথচ টিআরপি তালিকায় দেখা যায়, এমন সিরিয়ালগুলিই শীর্ষে রয়েছে। তবে বাংলা ধারাবাহিকের ইতিহাসে এমন বহু সিরিয়াল রয়েছে, যেগুলি এখনও দর্শকরা মনে মণিকোঠায় তুলে রেখেছেন। সেগুলি যেন এভারগ্রিন। আজকের প্রতিবেদনে এমনই ৬টি ধারাবাহিকের (Best Bengali serial) নাম তুলে ধরা হল।

১৩ পার্বণ (13 Parbon)- ১৯৯৭ সালে সম্প্রচার শুরু হয়েছিল এই বাংলা ধারাবাহিকটির। পরিচালনা করেছিলেন জোছন দস্তিদার। এই ধারাবাহিকের হাত ধরেই বাংলা সিরিয়ালের এক নতুন ইতিহাস রচিত হয়েছিল। অভিনয় করেছিলেন, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানী হালদার-সহ টলিউডের বহু নামী শিল্পীরা।

Tero Parbon serial

অন্মভূমি (Jonmobhumi)- বাংলা ধারাবাহিকপ্রেমী মানুষদের মনে এখনও ‘জন্মভূমি’ গেঁথে রয়েছে। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিকটি। সম্প্রচারিত হতো দূরদর্শনের পর্দায়। অভিনয় করতেন, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর চ্যাটার্জি, রূপা পাঙ্গুলি, সুমন বন্দ্যোপাধ্যায়রা।

Jonmobhumi serial

সোনার হরিণ (Sonar Horin)- ইটিভি চ্যানেলের পর্দায় সম্প্রচারিত হতো এই ধারাবাহিকটি। গল্প লিখেছিলেন লীনা গাঙ্গুলি। একটি সাধারণ মেয়ের জীবনের ওপর ভিত্তি করে লেখা হয়েছিল এই ধারাবাহিকের কাহিনী। অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, পাওলি দাম, ভাস্বর চট্টোপাধ্যায়রা।

Sonar Horin serial

এক আকাশের নীচে (Ek Akasher Niche)- একসময় এই ধারাবাহিকের টিআরপি ছিল আকাশছোঁয়া। কাস্টও ছিল তাকলাগানো। রবি ওঝা পরিচালিত এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন শাশ্বত চ্যাটার্জি, মনামী ঘোষ, রজতাভ দত্ত, কৌশিক সেন, কনীনিকা ব্যানার্জি, দেবলীনা দত্তের মতো তারকারা।

Ek Akaser Niche

শুধু তোমারই জন্য (Sudhu Tomari Jonno)- ইটিভি বাংলায় একসময় প্রচুর ভালো ভালো ধারাবাহিক সম্প্রচারিত হতো। সেই তালিকাতেই নাম রয়েছে ‘শুধু তোমারই জন্য’রও। টলিউডের বহু নামী অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছিলেন এই ধারাবাহিকে। শ্রাবন্তী চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অপরাজিত আঢ্য, সায়ন্তনী ঘোষেরা অভিনয় করতেন এই ধারাবাহিকে। বিশেষ করে পরম এবং শ্রাবন্তীর জুটি বিশাল পছন্দ ছিল দর্শকদের।

Sudhu Tomari Jonno serial

রোজগেরে গিন্নি (Rojgere Ginni)- বাংলা টেলিভিশনকে যে ধারাবাহিক, শোগুলি সমৃদ্ধ করেছে, তার মধ্যে অবশ্যই একটি হল ‘রোজগেরে গিন্নি’। প্রত্যেক দিন সন্ধ্যায় ইটিভি বাংলায় সম্প্রচারিত এই শো।

Rojgere Ginni

গৃহিণীদের রোজগারের ব্যবস্থা করে দিত ‘রোজগেরে গিন্নি’। সারা রাজ্যের বিভভিন গৃহিণীদের বাড়িতে গিয়ে গিয়ে এই শোয়ের বিভিন্ন গেম খেলা হতো। জিততে পারলে থাকত আকর্ষণীয় পুরস্কার। এই শো সঞ্চালনা করেছেন পরমা ব্যানার্জি, লাজবন্তী, মধুমন্তী মৈত্ররা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥