• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরু থেকে শেষ পুরোই সাসপেন্স! বলিউডের সেরা এই ৫ সিরিয়াল কিলার সিনেমা, না দেখলেই চরম মিস

Published on:

Bollywood movies,Bollywood serial killing movies,Kaun,Raman Raghav 2.0,Murder 2,The Stoneman Murders,Ek Villain,Bollywood,entertainment,বলিউড,বিনোদন,রমন রাঘব ২.০,এক ভিলেন,কৌন,দ্য স্টোনম্যান মার্ডার্স,মার্ডার ২

ঠাণ্ডা মাথা, তুখড় বুদ্ধি। সকলের চোখে ধুলো দিয়ে করে যাচ্ছেন একের পর এক খুন। সিরিয়াল কিলারদের (Serial killer) নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। সিনেপ্রেমী মানুষেরাও এর ব্যতিক্রম নন। সেই কারণে হলিউড থেকে শুরু করে বলিউড, সব জায়গাতেই সিরিয়াল কিলারদের নিয়ে একাধিক সিনেমা, সিরিজ তৈরি হয়েছে। যা দেখতে বসলে একেবারে গা শিউরে উঠবে। আজকের প্রতিবেদনে বলিউডের ইতিহাসের এমনই ৫ সেরা রোমহর্ষক ছবির (Bollywood movies) নাম তুলে ধরা হল।

কৌন (Kaun)- তালিকার প্রথমেই রয়েছে রাম গোপাল ভার্মা পরিচালিত এই সিরিয়াল কিলারধর্মী ছবির নাম। একটি বাড়িতে একা থাকা একজন মেয়ে এবং সেই বাড়িতে যাওয়া কয়েকজন আগন্তুককে নিয়ে তৈরি হয়েছে ছবিটি। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী এবং ঊর্মিলা মাতন্ডকর। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিটির প্রত্যেক মুহূর্ত একেবারে সাসপেন্সে ভরা।

Kaun movie

দ্য স্টোনম্যান মার্ডার্স (The Stoneman Murders)- আশির দশকে সারা দেশ জুড়ে একেবারে স্টোনম্যানের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সেই সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই ছবি। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেছিলেন কে কে মেনন, আরবাজ খানের মতো শিল্পীরা।

The Stoneman Murders

মার্ডার ২ (Murder 2)- ২০০৪ সালে রিলিজ হওয়া এই ছবিটি বক্স অফিসে একেবারে সারা ফেলে দিয়েছিল। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিতে অভিনয় করেছিলেন ইমরান হাশমি, জ্যাকলিন ফার্নান্দেজরা। ছবিতে দেখানো হয়েছিল, কীভাবে একজন সিরিয়াল কিলার অল্প বয়সি যৌনকর্মীদের নিজের বাড়িতে একেবারে নৃশংসভাবে হত্যা করত।

Murder 2 movie

এক ভিলেন (Ek Villain)- সিদ্ধার্থ মলহোত্রা, রীতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসে ভালো টাকা আয় করেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন মোহিত সুরি। ‘এক ভিলেন’এ সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছিলেন রীতেশ দেশমুখ। দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছিল রীতেশের অভিনয়।

Ek Villain

রমন রাঘব ২.০ (Raman Raghav 2.0)- তালিকার শেষ নামটি হল নওয়াজউদ্দিন সিদ্দিকী, ভিকি কৌশন, শোভিতা ধূলিপালা অভিনীত ‘রমন রাঘব ২.০’এর। বলিউডের ইতিহাসের সেরা সিরিয়াল কিলারধর্মী সিনেমার মধ্যে একটি হল এটি।

Raman Raghav 2.0

‘রমন রাঘব ২.০’এ নওয়াজকে একজন সিরিয়াল কিলারের ভূমিকায় দেখা গিয়েছিল। অপরদিকে ভিকি অভিনয় করেছিলেন একজন পুলিশ অফিসারের চরিত্রে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥