একটা চারচাকা গাড়ি (Four Wheeler) কেনার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু বাজেটটাই বাঁধা হয়ে দাঁড়ায়। তবে আপনি যদি এবছর দীপাবলিতে নতুন গাড়ি কেনার ইচ্ছা রাখেন তাহলে আপনার জন্য সেরা কিছু গাড়ির খোঁজ নিয়ে হাজির বংট্রেন্ড। এই গাড়িগুলো যেমন দেখতে ঝাকাস তেমনি পারফর্মেন্সও সলিড। চলুন সেরা ৫ গাড়ির তালিকা (Best 5 Hatchback Cars) দেখে নেওয়া যাক।
মারুতি সুইফট (Maruti Swift)
গোটা ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যে অন্যতম একটি হল মারুতি সুইফট। 1197cc এর দমদার ইঞ্জিনের সাথে 88.5bhp পাওয়ার ও 113Nm টর্কের এই গাড়িতে রয়েছে ৫ স্পিড গিয়ার। সেই সাথে পাওয়া যাবে ২১ কিমি এর মাইলেজ। এই গাড়ির দাম শুরু ৫.৯২ লক্ষ থেকে।
টাটা পাঞ্চ (Tata Punch)
টাটা কোম্পানির জনপ্রিয় গাড়ির মধ্যে অন্যতম একটি হল টাটা পাঞ্চ। ১.২ লিটার পেট্রল ইঞ্জিনের এই গাড়ি এক লিটার পেট্রোলে ১৪ থেকে ১৮.৮২ কিমির মাইলেজ দিতে সক্ষম। দাম শুরু হচ্ছে ৫.৬৮ লক্ষ থেকে।
টাটা অল্ট্রোজ (Tata Altroz)
আগের গাড়ি যদি মাইলেজের জন্য অপছন্দের খাতায় চলে যায় তাহলে টাটা অল্ট্রোজ আপনার নিশ্চই পছন্দ হবে। 1897cc এর পাওয়ারফুল ডিজেল ইঞ্জিনের এই গাড়িতে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। এছাড়াও থাকছে পাওয়ার স্টিয়ারিং থেকে এয়ার ব্যাগের মত সুবিধা। আর মাইলেজ কত? উত্তর হল ২৫ কিমি। তবে এই গাড়িটি ৬ লক্ষ থেকে শুরু।
মারুতি ওয়াগন আর (Maruti Wagon R)
দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় আর বাজেটফ্রেন্ডলি চারচাকার কথা উঠলে WagonR থাকবেই থাকবে। 1197cc এর K12N ইঞ্জিন সমেত এই গাড়ি ২৪.৪৩ কিমি মাইলেজ দেয়। আর দাম মাত্র ৫.৪৭ লক্ষ থেকে শুরু।
টাটা টিয়াগো (Tata Tiago)
দেখতে যেমন সেক্সী তেমনই দুর্দান্ত পাওয়ারের এই গাড়ি একবার দেখলেই যে কারোর পছন্দ হয়ে যাবে। ৫ গিয়ারবক্স ও 1199cc এর এই গাড়ি ২৬.৪৯ কিমি মাইলেজ দিতে সক্ষম। আর দাম শুরু মাত্র ৫.২৩ লক্ষ থেকে।