• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইউটিউব থেকে সোজা বলিউডের ডাক! প্রথমবার করণ জোহরের সিনেমার প্রস্তাব পেলেন বাঙালি ইউটিউবার

Published on:

bengali youtuber Jhilam Gupta got Bollywood movie offer from Karan Johar

এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার (Youtuber) হলেন ঝিলম গুপ্ত (Jhilam Gupta)। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ঝিলামের ‘উড়ন্ত বাইকে দুরন্ত মামণি’ শোনেননি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। হুগলির বাসিন্দা, ঝিলমের কথায় হেসে কুটোপুটি খায় গোটা সোশ্যাল মিডিয়া। ঝিলমের বেশিরভাগ ভিডিওতেই অন্যতম এসপি হল তার পাশের বাড়ির ইমেজ।

যারা ঝিলাম গুপ্তের কনটেন্ট দেখেছেন তারা সকলেই একথা স্বীকার করবেন একবাক্যে। আর ঝিলমের পাশের বাড়ির মেয়ের ইমেজ তাকে সব সময় আলাদা করে আর পাঁচ জন ইউটিউবারদের থেকে। বিনোদন থেকে রাজনীতি আবার কখনও সামাজিক বিষয় সবকিছুই ধরা পড়ে, ঝিলমের তৈরি ইউটিউব ভিডিওগুলিতে। যা  দর্শকমহলে বেশ জনপ্রিয়। এমনিতে বাংলাজুড়ে ঝিলম গুপ্তের জনপ্রিয়তার কথা আলাদা করে বলার প্রয়োজন হয় না।

Jhilam Gupta

কিন্তু সম্প্রতি ঝিলম গুপ্তের ভক্তদের জন্য এসে গিয়েছে এক বিরাট সুখবর। এবার শুধু বাংলা নয় বাংলার গণ্ডি ছাড়িয়ে আরব সাগর পাড়ে মায়ানগরী মুম্বাইতেও পাড়ি জমাতে চলেছেন জনপ্রিয় এই ইউটিউবার। তাও আবার বলিউডের (Bollywood) জনপ্রিয় প্রযোজক,পরিচালক করণ জোহরের (Karan Johar) ছবিতে। শুধু তাই নয় সেই ছবির পরিচালক হলেন কলিন ডি কুনহা। পরিচালকের সাথে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হয়ে গিয়েছে তার। ইতিমধ্যেই ছবির জন্য লুক টেস্টও দিয়েছেন ঝিলম।

জানা গিয়েছে ইতিমধ্যেই কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে ফোন পেয়ে লুক টেস্টেও গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই নাকি ঝিলাম জানতে পারেন এই ছবির প্রযোজক নাকি করণ জোহর! নতুন ছবির ব্যাপারে খোলসা করে কিছু না জানালেও ঝিলম স্বীকার করে নিয়েছেন তার কাছে ফোন এসেছিল এ কথা ঠিক।

Karan Johar in Koffee With Karan

কিন্তু কি সিনেমা তার চরিত্র টাই বা কি হতে চলেছে সে বিষয়ে মুখ খোলেননি তিনি।  তবে মনে করা হচ্ছে এই সিনেমায় একটি ক্যামিও  দেখা যাবে ঝিলমকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর নতুন বছরেই  কলকাতায় ছবির শ্যুটিং শুরু করছেন কলিন ডি কুনহা। এখনও প্রায় তিন সপ্তাহ ধরে শ্য়ুটিং চলবে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত ইতিপূর্বে পাভেলের বাংলা সিনেমা কলকাতা চলন্তিকায় অভিনয় করেছেন ঝিলম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥