• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেলি দুনিয়ার ‘পলিটিক্সের শিকার’! নায়িকা হওয়ার যোগ্য হলেও সাইড রোলেই আটকে এই ৫ অভিনেত্রী

Published on:

Bengali television actresses who started their career as heroine but now doing side roles

বিনোদন দুনিয়ায় যেমন আছেন অফুরন্ত অর্থ, গ্ল্যামার তেমনই রয়েছে প্রবল অনিশ্চয়তাও। আজ যে নায়ক কিংবা নায়িকার চরিত্রে অভিনয় করছে, কাল নতুন কারোর জন্য তাঁকে নিজের জায়গা ছেড়ে দিতে হয়। টেলি দুনিয়ায় আমরা বহুবার এমনটা দেখেছি যে একটি সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করার পর একজন অভিনেত্রী পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ নায়িকার (Television actress) নাম তুলে ধরা হল।

চাঁদনি সাহা (Chandni Saha)- মাধবীলতা ধারাবাহিকে নায়িকার দিদি মালতীর চরিত্রে অভিনয় করছেন চাঁদনি। এর আগে কালার্সের একটি সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চাঁদনি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় নায়িকা হওয়ার। কিন্তু সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি।

Chandni Saha

মধুপ্রিয়া চৌধুরী (Madhupriya Chowdhury)- স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিকের নায়িকার কথা নিশ্চয়ই মনে আছে? মধুপ্রিয়াই অভিনয় করেছিলেন সেই সিরিয়ালের নায়িকার চরিত্রে। তবে এখন তাঁকে সাইড রোলে দেখা যাচ্ছে। ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের নায়িকার বোন ভূমির চরিত্রে অভিনয় করছেন মধুপ্রিয়া।

Madhupriya Chowdhury

শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee)- বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ শ্রীমা। ‘জামাই রাজা’সহ বেশ কিছু ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করা শ্রীমাকে এখন ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ির দিদির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। শ্রীমা অভিনীত চরিত্রটির নাম দ্যুতি।

Shreema Bhattacherjee

সঞ্চারি দাস (Sanchari Das)- টেলি দুনিয়ার একসময়ের নামী অভিনেত্রী সঞ্চারি। দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। সান বাংলার একটি ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করলেও এই মুহূর্তে সঞ্চারিকে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করতে দেখা যাচ্ছে।

Sanchari Das

দিয়া মুখার্জি (Diya Mukherjee)- তালিকার সর্বশেষ নামটি হল দিয়ার। টেলি দুনিয়ার এই নামী অভিনেত্রীকে এখন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’এ অভিনয় করতে দেখা যাচ্ছে।

Diya Mukherjee

তবে এর আগে কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দিয়া। এই অভিনেত্রীকে এর আগে ইন্দ্রাণী হালদার অভিনীত ‘সীমারেখা’ ধারাবাহিকের দ্বিতীয় লিড হিসেবে দেখা গিয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥