• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গলায় সেলোটেপ লাগিয়ে বেঁচে এবার ফিরে হট অবতারে হাজির জবা! নেটিজেনদের চক্ষু চরকগাছ

Published on:

স্টার জলসার (Star jalsa) জনপ্রিয় সিরিয়াল ‘কে আপন কে পর’ (ke apon ke por) সবসময়ই থাকে টিআরপির (TRP) শীর্ষে৷ সন্ধ্যে হলেই টিভির সামনে ভীড় জমায় ‘জবা’প্রেমীরা (Joba)। ধারাবাহিকের মুখ্য চরিত্র জবার ম্যাজিকে কার্যত বুঁদ দর্শকরা। নিজের পরিবারকে সবসময়ই বুক দিয়ে আগলায় সে।

পরিচারিকা থেকে বাড়ির বউ হয়ে ওঠে জবা। বাড়ির ছেলে পরমের সঙ্গে কাজের মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেনি জবার বড় জা তন্দ্রা। তখন থেকেই তাদের মধ্যেকার ব্যক্তিগত সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকে। সবসমই তন্দ্রা জবাকে বিপাকে ফেলার চেষ্টা করে। কিন্তু তবুও সেনগুপ্ত পরিবারের জন্য নিবেদিত প্রাণ সে। অসংখ্যবার ট্রোলের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু ধারাবাহিকের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

দেখতে দেখতে চার বছর পার করে গেল ‘কে আপন কে পর’ ধারাবাহিক। সেই শান্ত ছিমছাম রিল লাইফের জবা আর রিয়েল লাইফের জবার মধ্যে কার্যত আকাশ পাতাল তফাৎ। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। তার অনুরাগী সংখ্যাও নেহাৎ কম নয়।

মাঝেমধ্যেই দুষ্টু মিষ্টি হট ছবি পোস্ট করে ভক্তদের মন জিতে নেন অভিনেত্রী পল্লবী শর্মা ওরফে জবা৷ সম্প্রতি সাদা ছোট পোশাক আর কার্লি চুলে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥