• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের মরশুমে চুটিয়ে প্রেম করছেন ‘মন ফাগুনে’র রুশা, রইল অভিনেত্রীর হ্যান্ডসাম প্রেমিকের পরিচয়

Updated on:

Geetashree Roy,Geetashree Roy boyfriend,Prabir Das,Prabir Das footballer,Geetashree Roy Prabir Das,tollywood,entertainment,গীতশ্রী রায়,প্রবীর দাস,গীতশ্রী রায় প্রবীর দাস,গীতশ্রী রায়ের বয়ফ্রেন্ড,টলিউড,বিনোদন

বাংলা টেলিভিশনের অত্যন্ত নামী একজন অভিনেত্রী (Bengali serial actress) হলেন গীতশ্রী রায় (Geetashree Roy)। বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জিতেছেন দর্শকদের মন। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল শন বন্দ্যোপাধ্যায়, সৃজলা গুহ অভিনীত ‘মন ফাগুন’ ধারাবাহিকে। পার্শ্ব চরিত্র হলেও ধারাবাহিকে গীতশ্রীর চরিত্রটি ছিল বেশ গুরুত্বপূর্ণ।

সুন্দরী এই টেলি অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে একটি বড় খবর এবার সামনে এসেছে। এতদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে গীতশ্রীর প্রেমিককে নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে প্রকাশ্যে এল পর্দার রুশার প্রেমিকের পরিচয়।

Geetashree Roy

গীতশ্রীর প্রেমিক টলিউডের মানুষ নন। তবে রূপে, স্টাইলে, ফ্যাশান সেন্সে নায়কদের থেকে কোনও অংশে কম যান না তিনি। আসতে গত বেশ কিছুটা সময় ধরেই এক তরুণ বাঙালি ফুটবলারের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা ঘটিয়ে সম্পর্কে এক প্রকার শিলমোহর দিয়ে দিলেন দু’জনে।

গীতশ্রীর সঙ্গে যে তরুণ ফুটবলারের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি হলেন প্রবীর দাস (Prabir Das)। বেঙ্গালুরু এফসি কলকাতায় টুর্নামেন্ট জেতার পর প্রবীর সোশ্যাল মিডিয়াতে এই জয় উৎসর্গ করেন গীতশ্রীকে। এরপর দু’জনকে একসঙ্গে পার্টিও করতে দেখা যায় দু’জনকে। এরপরেও বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে।

Geetashree Roy and Prabir Das

চলতি বছর একসঙ্গে দীপাবলিও উদযাপন করেন গীতশ্রী এবং প্রবীর। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার হাতে হাত রেখে একটি মিষ্টি ছবি শেয়ার করেন জনপ্রিয় ফুটবলার। সদ্য দু’জন একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। এরপরই দু’জনের সম্পর্কে কার্যত শিলমোহর পড়ে যায়।

Geetashree Roy and Prabir Das

গীতশ্রী নিজের কেরিয়ারে বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘রাশি’ সিরিয়ালে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এরপর ‘দেবীপক্ষ’, ‘মন ফাগুন’সহ বেশ কিছু ধারাবাহিকে দেখা গিয়েছে গীতশ্রীকে। প্রবীরের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ডুরান্ড কাপ ফাইনাল থেকে। অবশেষে শিলমোহর পড়ল সেই গুঞ্জনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥