প্রয়াত হয়েছেন প্রবীণ টলি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। আজ অর্থ শুক্রবার ভোর ৫টা ১৫ নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে আচমকাই ফুসফুসে সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেই থেকে বাড়াবাড়ি হয়েই মৃত্যু হল অভিনেত্রীর।
টেলিভিশনের জগতের একজন অতি পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বর্তমানে কালার্স বাংলার পর্দায় ‘সোনা রোদের গান’ (Sona Roder Gaan) সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। সিরিয়ালে নায়িকা পায়েল দে এর পিসিমার চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। শুক্রবারেও স্বাভাবিকভাবেই শুটিং সম্পন্ন হয়েচিল। এরপর হটাৎ করেই সহ অভিনেত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে অবাক হয়ে গিয়েছে গোটা টিম।
অনন্যা চট্টোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের খবরে শোকাহত সিরিয়ালের সমস্ত শিল্পী থেকে শুরু করে টলিপাড়া। একাধিক সিরিয়ালে বহু বছর ধরে কাজ করে ছিলেন অভিনেত্রী। মূলত মায়ের চরিত্রে নিজের দক্ষ অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়তাও পেয়েছিলেন। এমনকি বেশ কিছু বাংলা ছবিতেও কাজের সুযোগ হয়েছিল।
টলিপাড়ার পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী নিজের সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর প্রয়াণের দুঃসংবাদ জানান। অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে শোকবার্তা দিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। অনন্যা চট্টোপাধ্যায়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ওপারে ভালো থেকো অনন্যা দি। যা দেখে শোকপ্রকাশ করেছেন বাংলার বিখ্যাত সংগীত শিল্পী জোজো মুখোপাধ্যায়।
এছাড়া শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘এই তো জীবন সিরিয়ালের আমার মা’। লালকুঠি খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘খুব খারাপ লাগল, দেবাঞ্জন আমার বন্ধু’। অভিনেত্রী সৌমিলী বিশ্বাসও দুঃখ প্রকাশ করে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
‘দেশের মাটি’ খ্যাত শ্রুতি দাস এদিন শোক প্রকাশ নেটমাধ্যমে লেখেন, ‘ভালো মানুষ বেশিদিন থাকে না এই দুনিয়ায়, আবারও তুমি প্রমাণ করে দিলে অনন্যা আন্টি। তোমার সাজেশান মাথায় রেখে লড়াই করে যাবো। ওপারে ভালো থাকা যায় কি না জানতে পারবো না, তবে মন তা খারাপ ভীষণ। জানিনা আর দেখা হয় কিনা।’