• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একের পর এক অকালেই ঝড়ে পড়ছে সব তরুণ প্রতিভা! আত্মঘাতী বাঙালি গায়ক নিলয়

Published on:

আতিফ আহমেদ নিলয়,Atif Ahmed Niloy,বাঙালি গায়ক,Bengali Singer,Suicide,আত্মহত্যা

প্রায় দিনই কানে আসছে কোনো না কোনো শিল্পীর মৃত্যুসূ। এইভাবে একের পর এক দুঃসংবাদের জেরে কার্যত শোকে পাথর হয়ে পড়েছে গোটা বিনোদন জগত। আশ্চর্যজনক ভাবে গত ১০ দিনের মধ্যেই একই রকম ভাবে মারা গিয়েছেন বাংলা টেলিভিশন জগতের দুই জনপ্রিয় অভিনেত্রী৷ গড়ফা থেকে ১৫ই মে পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঠিক ১০ দিনের মাথায় আবার সেই একইভাবে গতকালই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে আরও এক মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের‌ (Bidisha Dey Majumder)।

এরপর সকালেই ঘুম ভাঙে মঞ্জুষা নিয়োগী (Manjusha Neogi) নামে আরও এক অভিনেত্রীর।আজকের এই আত্মঘাতী মঞ্জুষা হলেন প্রয়াত বিদিশার বন্ধবী। এসবের মধ্যেই কানে আসছে এক বাঙালি গায়কের (Bengali Singer)আত্মঘাতী (Suicide) হওয়ার খবর। অকালেই প্রয়াত হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আহমেদ নিলয় (Atif Ahmed Niloy)।

আতিফ আহমেদ নিলয়,Atif Ahmed Niloy,বাঙালি গায়ক,Bengali Singer,Suicide,আত্মহত্যা

সপ্তাহের একেবারে শুরু দিনেই অর্থাৎ সোমবার তার নিজের ঘর থথেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত জানা যাচ্ছে তরুণ এই গায়ক আত্মহত্যাই করেছেন। কিন্তু কি এমন কারণ ছিল যার জন্য এই তরুণ প্রতিভাধর শিল্পী মৃত্যুর পথ বেছে নিয়েছেন সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ

জানা গিয়েছে বিগত বেশিকিছুদিন আগেই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান নিলয়ের বাবা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়ই হতাশাজনক পোস্ট শেয়ার করতেন তিনি। সেই সময় থেকেই ডিপ্রেশনে ভুগছিলেন এই তরুণ গায়ক। তবে এও জানা যাচ্ছে আতিফের ডিপ্রেশনের কারণ শুধুমাত্র তাঁর বাবার মৃত্যু নয়।

আতিফ আহমেদ নিলয়,Atif Ahmed Niloy,বাঙালি গায়ক,Bengali Singer,Suicide,আত্মহত্যা

জানা গায়কের স্ত্রী নওশিন আক্তারের পরিবারের সমস্যা নিয়েও ডিপ্রেশনে ভুগতেন আসিফ। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে জানা গিয়েছে ৬ মাস প্রেম করার পরেই নাওশিনকে বিয়ে করেছিলেন আতিফ। প্রসঙ্গত তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম ‘কার বাসর ঘুমাও বন্ধু’, ‘বোকা পাখি আপন চিনলি না’ সহ তালিকায় রয়েছে একাধিক গান। তবে প্রিয় গায়কের এই মৃত্যু এখনও পর্যন্ত মেনে নিতে পারছেন না ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥