চলতি বছরের ‘ইন্ডিয়ান আইডল’এ (Indian Idol) বাংলার প্রতিযোগীদের আধিপত্য দেখা গিয়েছিল। সেরা ১৫ জনের মধ্যে স্থান করে নিয়েছিলেন বাংলার ৭জন প্রতিযোগী। কিন্তু শো যতই এগোচ্ছে ততই কমে আসছে বাঙালি প্রতিযোগীদের সংখ্যা। ট্রফি জয়ের লড়াই থেকে বাদ পড়ে যাচ্ছেন বাংলার একের পর এক সিঙ্গার। এবার শো থেকে বাদ পড়া বাঙালি প্রতিযোগীর তালিকায় নাম তুলল অনুষ্কা পাত্র (Anushka Patra)।
দু’সপ্তাহ আগে একটুর জন্য ‘ইন্ডিয়ান আইডল’এর এলিমিনেশন এড়িয়েছিলেন বঙ্গ তনয়া অনুষ্কা। কিন্তু গত রবিবার আর শেষরক্ষা হল না। চলতি ‘ইন্ডিয়ান আইডল’এর বিজেতা হওয়ার দৌড় থেকে বাদ পড়ে গেলেন নিউ আলিপুরের এই প্রতিভাবান মেয়ে। শোয়ের সেরা ১০ জনের মধ্যে আর স্থান করে নিতে পারেলন না তিনি।
নিজের গানের মাধ্যমে ‘ইন্ডিয়ান আইডল’এর প্রত্যেক বিচারক থেকে শুরু করে দর্শক- সবার মন জয় করেছেন অনুষ্কা। শোয়ের সাম্প্রতিক এপিসোডেও দেখা গিয়েছিল, এই বঙ্গ তনয়ার গলায় ‘প্যায়ার হামে কিস মোড় পে লে আয়া’ গানটি শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অতিথি রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা। কিন্তু তা সত্ত্বেও এলিমিনেশনের খাঁড়া এড়াতে পারলেন না তিনি।
দুর্দান্ত গায়েকি সত্ত্বেও গত সপ্তাহে সবচেয়ে কম ভোট পেয়ে ‘বটম থ্রি’তে ছিলেন অনুষ্কা। তাঁর সঙ্গেই ছিলেন বিরাট কোহলির প্রিয় ঋষি সিং এবং কাব্য লিয়ামারা। কীভাবে এই ৩ জনপ্রিয় প্রতিযোগী ‘বটম থ্রি’তে পৌঁছেছিল তা মাথায় ঢুকছিল না দর্শকদের। শেষ পর্যন্ত বাদ পড়েন অনুষ্কা।
‘ইন্ডিয়ান আইডল’এ যাত্রা শেষ হওয়ার পর অনুষ্কা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তাঁর প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে ‘ধন্যবাদ’ জানান তিনি। সেই সঙ্গেই বলেন, এটা শেষ নয়, বরং এখান থেকেই সফর শুরু হল তাঁর। অনুষ্কা নিজে একথা বললেও দর্শকরা কিছুতেই তাঁর বাদ পড়ে যাওয়া মেনে নিতে পারছে না। একের পর এক কমেন্ট করে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁরা।
একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘এটা অসম্ভব! তোমার মতো একজন দুর্দান্ত গায়িকা সেরা দশে জায়গা পাবে না এটা হয়? একেবারে স্ক্রিপ্টেড শো, সব নাটক’। আর একজন আবার লিখেছেন, ‘তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে। তুমি সেরা দশে স্থান করে নেওয়ার যোগ্য’।