টেলিভিশনের পর্দায় এখন নিত্যনতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial)মেলা। বিগত কয়েক মাসে প্রায় সব বিনোদনমূলক চ্যানেলগুলিতে হিড়িক পড়েছে একের পর এক নতুন সিরিয়ালের। স্টার জলসা হোক কিংবা জি বাংলা প্রতিটা চ্যানেলেই এসেছে এক ঝাঁক নতুন সিরিয়াল। ইতিমধ্যেই এই জি বাংলার পর্দায় পরপর দু সপ্তাহে শুরু হয়েছে দু-দুটি নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’ এবং সোহাগ জল।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে আরও তিনটি নতুন সিরিয়াল।যার মধ্যে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শ্রুতি দাস এবং গৌরব রায়চৌধুরী অভিনীত ‘রাঙা বৌ’ এবং স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহা অভিনীত নতুন সিরিয়াল ‘তোমার খোলা হওয়া’র প্রমো। এছাড়া শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে ছোট বরফি এবং সাত্যকি অভিনীত নতুন সিরিয়াল।
উল্লেখ্য এখনও পর্যন্ত শুধুমাত্র প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল তোমার খোলা হাওয়া সম্প্রচারের দিনক্ষণ। যা থেকে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর থেকে রাত সাড়ে ৯ টার স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল। এরইমধ্যে কদিন আগেই সিরিয়াল শেষের জল্পনায় শিলমোহর দিয়েছেন এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের নায়িকা উর্মি এবং অভিনেতা নায়ক সাত্যকি।
এরইমধ্যে মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করছে একটি খবর। জানা যাচ্ছে নতুন সিরিয়ালের আগমনে এবার শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল উড়ন তুবড়ি (Uran Tubri)। চলতি বছরের মাস থেকেই টিভির পর্দায় শুরু হয়েছিল এই সিরিয়ালের সম্প্রচার।
কিন্তু এখনকার দিনে সব সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টি আর পি।আর শুরু থেকে এ পর্যন্ত টিআরপিতে সেইভাবে ভালো স্কোর করতে পারেনি উড়ন তুবড়ি । এবার শোনা যাচ্ছে একের পর এক সিরিয়ালের আগমনে এবার শেষের পথে এই সিরিয়ালটিও।