• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুতেই ছক্কা মারল ‘আলতা ফড়িং’, নতুনের ভিড়ে কোথায় ‘মিঠাই’! রইল সম্পূর্ণ টিআরপি তালিকা

গতবছর বাংলা সিরিয়ালের জগতে একপ্রকার রাজত্ব করেছে ‘মিঠাই (Mithai)’। শুরু থেকে টিআরপি তালিকায় (TRP Report) একেবারে প্রথমের দিকেই ছিল মিঠাই-সিদ্ধার্থের কাহিনী। এরপর প্রথমস্থানে পৌঁছানোর পর থেকে আর তাকে কেউ হারাতে পারেনি। ২০২১ সালের শেষ দিন পর্যন্ত জনপ্রিয়তার নিরিখে বাংলার সেরা ছিল মিঠাই সিরিয়াল। তবে এবার কোমর কষছে ষ্টার জলসা, যার জেরে মিঠাই ভক্তদের চিন্তা বেড়ে গিয়েছে।

মিঠাই ফ্যানরা ভেবেছিলেন ২০২১ এর মত ২০২২ সালেও দিব্যি সবাইকে পিছনে ফেলে প্রথমেই থাকবে মিঠাই। যদিও সেই প্রত্যাশা এখনও পর্যন্ত পূরণ হচ্ছে। তবে কতদিন চলবে সেটা বলা কিন্তু এবার মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। কারণ একেরপর এক দুর্দান্ত কাহিনীর সিরিয়াল নিয়ে হাজির হয়েছে ষ্টার জলসা। পুরোনো সমস্ত সিরিয়ালকে টাটা বলে নতুন কাহিনীতে দর্শকদের মন কাড়ছে তাঁরা।

   

2022 First TRP Report Mithai Comes First Khukumoni Second See Complete List

গতবছরের শেষের দিকেই উমা, খুকুমণি হোম ডেলিভারি এমন একাধিক সিরিয়াল শুরু হয়েছে। আর এবছর অর্থাৎ ২০২২ সালে ‘আলতা ফড়িং (Alta Phoring)’, ‘গাঁটছড়া (Gatchora)’ এর মত সিরিয়াল শুরু হেয়ছে। যারা শুরু থেকেই বেশ ভালো পারফর্ম করে চলেছে। আর একপ্রকার শুরুতেই ছক্কা হাকিয়েছে ‘আলতা ফড়িং’। সম্প্রতি প্রকাশিত হয়েছে এসপ্তাহের টিআরপি তালিকা। যেখানে রীতিমত চমকে দিয়েছে অনেকেই।

Mithai,Alta Phoring,Uma,bengali Serial,TRP Rating,Serial TRP,বাংলা সিরিয়াল,মিঠাই,আলতা ফড়িং,উমা,খুকুমণি হোম ডেলিভারি,ষ্টার জলসা,নতুন সিরিয়াল

প্রতিবারের মত এসপ্তাহেও নিজের প্রথম স্থান ধরে রেখেছে মিঠাই। তবে দর্শকদের অনেকেরই মতে মিঠাইয়ের জনপ্রিয়তা আগে থেকে কমেছে। সেই কারণে বাকিদের থেকে ব্যবধান অনেকটাই কমেছে। এসপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত পয়েন্ট ১০.২। অন্যদিকে উমা সিরিয়াল ৯.৩ পয়েন্টে দিতীয় হয়েছে এসপ্তাহের তালিকায়।

আলতা ফড়িং সিরিয়ালটি নতুন শুরু হয়েই দারুণ রেটিং এনে দিয়েছে। এবারের তালিকায় সবাইকে পিছনে ফেলে ৯.২ পয়েন্টে তৃতীয় স্থানে উঠে এসেছে সিরিয়ালটি। আর ঠিক তাঁর পরেই রয়েছে খুকুমণি হোম ডেলিভারি, যার প্রাপ্ত পয়েন্ট ৮.৬। বলাবাহুল্য প্রথম স্থান দখল না করতে পারলেও সেরা দশের মধ্যে বেশিভাগই দখল করে ফেলেছে ষ্টার জলসা। চলুন এবার সম্পূর্ণ টিআরপি তালিকা দেখে নেওয়া যাক।

মিঠাই- ১০.২ (প্রথম)

উমা- ৯.৩ (দ্বিতীয়)

আলতা ফড়িং- ৯.২ (তৃতীয়)

খুকুমণি হোম ডেলিভারি- ৮.৬

ধুলোকণা- ৮.২

মন ফাগুন, গাঁটছড়া- ৮.১

আয় তবে সহচরী- ৮.১

পিলু- ৭.৮

অপরাজিতা অপু- ৭.৭

যমুনা ঢাকি, সর্বজয়া- ৭.৩