বাংলা সিরিয়ালের দর্শকরা বিগত কয়েক সপ্তাহ ধরে চমকের পর চমক দেখে চলেছে। টিআরপি তালিকায় (TRP List) প্রায় প্রতি সপ্তাহেই নিত্য নতুন চমক দেখা যাচ্ছে। কখনো ‘মিঠাই’ (Mithai) তো কখনো ‘গাঁটছড়া’ (Gatchora) এই দুইয়ের মধ্যে চলছিল সেরা হবার লড়াই। তবে সবাইকে চমকে দিয়ে ‘ধূলোকণা’ (Dhulokona) মাঝে প্রথমস্থানে উঠে রীতিমত চমকে দিয়েছিল। তবে এবারেও কি বজায় থাকল প্রথমস্থান। সম্প্রতি প্রকাশ পেয়েছে এসপ্তাহের নতুন টিআরপি তালিকা।
বিগত দুসপ্তাহ সেরা হলেও এবার আর প্রথমস্থান ধরে রাখতে পারল না ধূলোকণা। লালন ফুলঝুরির জুটিকে টেক্কা দিয়ে এগিয়ে গেল মিঠাই ও গাঁটছড়া। তাহলে প্রথম কে? এর উত্তর হল আবারও টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকায় সেরা হয়ে গিয়েছে গাঁটছড়া। হ্যাঁ মিঠাইকে টেক্কা দিয়ে আবারও প্রথম স্থানে খড়ি-ঋদ্ধির জুটি। অবশ্য খুব সামান্য পয়েন্টের জন্যই পিছিয়ে পড়েছে মিঠাই।
নতুন টিআরপি তালিকায় ৭.৫ পয়েন্ট পেয়ে প্রথমস্থানে রয়েছে গাঁটছড়া। ঠিক তারপরেই মাত্র ০.২ পয়েন্টের ব্যবধানে ৭.৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই। এরপর রয়েছে বিগত দু সপ্তাহের টিআরপি টপার ধূলোকণা। ৭.১ পয়েন্ট পেয়ে ফুলঝুরি এবার তৃতীয় হয়েছে। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গৌরী এল ও আলতা ফড়িং। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা।
এসপ্তাহের সেরা দশ বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট (Top 10 Bengali Serial TRP List)
গাঁটছড়া – ৭.৫ (প্রথম)
মিঠাই – ৭.২ (দ্বিতীয়)
ধূলোকণা – ৭.১ (তৃতীয়)
গৌরী এল – ৭.০
আলতা ফড়িং – ৬.৭
উমা, লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৪
মন ফাগুন – ৬.১
অনুরাগের ছোঁয়া – ৬.০
লালকুঠি – ৫.৮
পিলু, আয় তবে সহচরী – ৫.৭
কিছুদিন হল শুরু হয়েছে রাহুল ও রুকমা জুটির নতুন সিরিয়াল ‘লালকুঠি’। শুরুতেই সেরা দশের তালিকায় উঠে এল সিরিয়ালটি। প্রথম সপ্তাহেই নবম স্থানে রয়েছে সিরিয়ালটি। অন্যদিকে অপরাজিতা অপু খ্যাত সুস্মিতা দে এর নতুন সিরিয়াল ‘বৌমা একঘর’ সেরা দশে নাম তুলতে পারেনি। এসপ্তাহে সিরিয়ালের পয়েন্ট মাত্র ৫.০।