• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লিপস্টিক বিয়ে করল কামাল! বাংলার সেরা ধূলোকনা, কোথায় গৌরী, মিঠাই? রইল সম্পূর্ণ TRP লিস্ট

Published on:

Bengali Serial TRP Dhulokona becames first Gouri elo second where is mithai see complete TRP List

সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে সপ্তাহের একটা দিন একটু বেশিই স্পেশাল থাকে। কারণ এই দিনে সিরিয়ালের টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হয়, যেটা ধারাবাহিকগুলোর ভাগ্য নির্ধারণ করে। তবে মূলত বৃহস্পতিবার রিলিজ হলেও এবারে গতসপ্তাহের তালিকা আজ অর্থাৎ সোমবারে রিলিজ হয়েছে। গৌরী এলো (Gouri Elo), গাঁটছড়া (Gantchora), ধূলোকনা (Dhulokona), মিঠাই (Mithai) কে হবে বেঙ্গল টপার সেই নিয়ে দর্শকদের মনের উত্তেজনায় বেশ বেড়ে গিয়েছে।

প্রতিটা সিরিয়ালের টান টান উত্তেজনার পর্ব চলেছে, তবে ধূলোকনা, গৌরী এলো থেকে মিঠাই আলাদাই দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের। ধূলোকনায় তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছে লালন। তারপর লিপস্টিক দিয়ে বিয়ের জেরে ব্যাপক ট্রোলিং থেকে সমালোচনার শিকার হয়েছে ধূলোকনা। আর তাতেই এবারে বাজিমাত করেছে লালন-ফুলঝুরি জুটি। এবারের টিআরপি রিপোর্টে ৮.৩ পয়েন্ট পেয়ে বাংলার সেরা সেরা সিরিয়াল হয়ে গিয়েছে ধূলোকনা।

20th October Bengali Serial TRP List Gouri Elo first Dhulokona Second Mithai 8th See Complete TRP List

এরপরেই রয়েছে ‘গৌরী এলো’, যেখানে মাতৃ রূপে পূজিত হচ্ছে গৌরী। অবশ্য গৌরীর সাথেই রয়েছে অনুরাগের ছোঁয়া, সিরিয়ালে মিশকার মুখোশ খুলে দেওয়ার জন্য তৈরী হচ্ছে দীপা। এসপ্তাহে অনুরাগের ছোঁয়া ও গৌরী এলো ৭.৭ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর ৭.৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী সিরিয়াল। গল্পে জগদ্ধাত্রীর আসল পরিচয় জানতে পেরেছে তাঁর বাড়ির লোক। চলুন এবার সম্পূর্ণ টিআরপি তালিকা দেখে নেওয়া যাক।

টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)

ধুলোকণা – ৮.৩ (প্রথম)
গৌরী এলো, অনুরাগের ছোঁয়া – ৭.৭ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী – ৭.৫ (তৃতীয়)

আলতা ফড়িং – ৭.৩
গাঁটছড়া – ৭.২
মাধবীলতা – ৬.৮
সাহেবের চিঠি – ৬.৫
মিঠাই – ৬.৪
এক্কা দোক্কা – ৬.৩
লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৬.০

টিআরপি তালিকা দেখলেই বোঝা যাচ্ছে নতুনের ভিড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে মিঠাই। কারণ মিঠাইয়ের মা হওয়ার প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সাথে আগামী ১৪ই নভেম্বর থেকে টাইম স্লটেও পরিবর্তন হচ্ছে। তবুও প্রথম পাঁচেও জায়গা পেল না মিঠাই, এবারের তালিকায় অষ্টম স্থান পেয়েছে মিঠাই। অন্যদিকে মাধবীলতা সিরিয়াল বেশ ভালো পারফর্ম। করেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥