• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তালিকায় বড় চমক! প্রথমস্থানের দখল পেল মিঠাই নাকি গাঁটছড়া, রইল সম্পূর্ণ তালিকা

টিআরপি লিস্টে (TRP List) প্রথম স্থানে ফিরল মিঠাই (Mithai) নাকি আবারও টেক্কা দিয়ে গেল গাঁটছড়া (Gatchora)! এই প্রশ্নই ঘুরছে সিরিয়ালপ্রেমীদের মনে। আর সেই প্রশ্নের উত্তর দিতে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে  এসপ্তাহের নতুন টিআরপি তালিকা। যেটা আবারও একবার নিরাশ করল মিঠাই প্রেমীদের। কারণ প্রথমস্থানে নয় বরং বাকিদের কাছে পিছিয়ে পড়ল মিঠাই। আর বিগত কয়েক সপ্তাহের মত এসপ্তাহেও প্রথম স্থান যখন করল ‘গাঁটছড়া’।

নতুন বছরে নিজের প্রথম স্থান হারানোর পর থেকে আর সেরার মুকুট ছিনিয়ে নিতে পারছে না মিঠাই। বদলে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’তে খড়ি ও ঋদ্ধিমানের জুটি টেক্কা দিচ্ছে সিদ্ধার্থ-মিঠাই জুটিকে। এসপ্তাহেও সেই একই ধারা অব্যাহত রইল, ১০.৩ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রইল গাঁটছড়া। অন্যদিকে দ্বিতীয় বা তৃতীয় নয় সোজা চতুর্থ স্থানে চলে গেল মিঠাই।

   

Gatchora Tops TRP List where is mithai see TRP List

লালন ও ফুলঝুরির জুটি এসপ্তাহে চমকে দিয়েছে। ৯.৩ পয়েন্টে বাকিদের হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ধূলোকণা’ সিরিয়াল। আর জিমন্যাস্টিক্স নিয়ে মা মেয়ের খাইনি আলতা ফড়িং পেয়েছে ৯.১ পয়েন্ট। একটুর জন্য দ্বিতীয় স্থান হারিয়ে তৃতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং। এরপর ৮.৬ পয়েন্টে রয়েছে মিঠাই সিরিয়াল।

বিগত কিছুদিন মিঠাই সিরিয়ালের ট্রাক কিছুটা বদলে গিয়েছিল। মিঠাই-সিদ্ধার্থের বদলে রুদ্র দা ও নিপার কাহিনী দেখানো হচ্ছিলো। তবে এবার মিঠাইয়ের জন্মদিন দিয়ে আবারো আসল ট্রাকে ফিরছে সিরিয়াল। তাই আশা করা যায় হয়তো শীঘ্রই নিজের প্রথমস্থান ফিরে পাবে মিঠাই।

চলুন এবার এক ঝলকে দেখে নেওয়া যাক সিরিয়ালের সম্পূর্ণ টিআরপি তালিকাঃ (Serial TRP List)

গাঁটছড়া  – ১০.৩ (প্রথম)

ধুলোকণা  – ৯.৩ (দ্বিতীয়)

আলতা ফড়িং  – ৯.১ (তৃতীয়)

মিঠাই  –  ৮.৬

আয় তবে সহচরী – ৮.৩

অনুরাগের ছোঁয়া, মন ফাগুন – ৮.১

লক্ষ্মী কাকিমা সুপারস্টার, গৌরী এল -৭.৯

খুকুমণি হোম ডেলিভারি – ৭.৫

উমা – ৭.২

পিলু  – ৬.৯

Aparajita Adhya New Bengali Serial Lokkhi Kakima Superstar অপরাজিতা আঢ্য লক্ষী কাকিমা সুপারস্টার

প্রসঙ্গত, অপরাজিতা আঢ্যর লক্ষী কাকিমা সুপারস্টার সিরিয়াল ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। সাথে নতুন শুরু হওয়া গৌরী এলো সিরিয়ালও বেশ জনপ্রিয় হয়েছে। দুজনেই ৭.৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে এবারের টিআরপি তালিকায়। অন্যদিকে রূপ নয়  গুণটাই আসল এই মন্ত্র নিয়ে শুরু হওয়া ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল মন ফাগুনের জনপ্রিয়তাকে টেক্কা দিচ্ছে। এবারের সেরা দশের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে সিরিয়ালটি।

site