সিরিয়ালপ্রেমী বাঙালিদের জন্য বৃহস্পতিবারটা খুবই গুরুত্বপূর্ণ। সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) রিলিজ হয়। এটা দিয়েই বোঝা যায় যে কোনো সিরিয়ালের জনপ্রিয়তা কতটা বাড়ল আর কোন সিরিয়ালের জনপ্রিয়তা কমল। বিগত কয়েক সপ্তাহে একবছর ধরে প্রথমস্থানে থাকা ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালকে টেক্কা দিয়েছে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gatchora)। এবারেও সেই চমক বজায় থাকল? নাকি পাল্টে গেল ছবিটা!
এবারেও গাঁটছড়া সিরিয়াল টেক্কা দিল মিঠাইকে। খড়ি আর ঋদ্ধির জুটি সত্যিই দর্শকদের মনে নিজেদের জায়গা করা নিয়েছে। এবারের টিআরপি তালিকায় (TRP List) ৯.৬ পয়েন্ট পেয়ে প্রথমস্থানে রয়েছে ‘গাঁটছড়া’। অন্যদিকে বাকি সবাই তো বটেই মিঠাইকে পর্যন্ত টপকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মন ফাগুন। পিহু আর ঋষির জুটি সকলের মন কেড়ে নিয়ে ৯.২ পয়েন্ট পেয়েছে এবারের টিআরপি তালিকায়।
পিহুর থেকে একটুর জন্য পিছিয়ে পড়েছে মিঠাই। মাত্র ০.১ পয়েন্ট কম হওয়ায় দ্বিতীয় স্থান হাত ছাড়া হয়েছে। ৯.১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে মিঠাই সিরিয়াল। আর ঠিক তার পরেই উঠে এসেছে জিমন্যাস্টিক নিয়ে তৈরী কাহিনী ‘আলতা ফড়িং’। এবারে টিআরপি তালিকায় ৯.০ পয়েন্ট পেয়েছে আলতা ফড়িং। যেটা মিঠাইয়ের থেকে মাত্র ০.১ পয়েন্ট কম। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
রইল সেরা দশের টিআরপি তালিকা
গাঁটছড়া – ৯.৬ (প্রথম)
মন ফাগুন – ৯.২ (দ্বিতীয়)
মিঠাই – ৯.১ (তৃতীয়)
আলতা ফড়িং – ৯.০ (চতুর্থ)
আয় তবে সহচরী – ৮.৫ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া – ৮.৪ (ষষ্ঠ)
ধুলোকণা – ৮.২ (সপ্তম)
উমা – ৭.৯ (অষ্টম)
গৌরী এল – ৭.৫ (নবম)
পিলু – ৭.৪ (দশম)
এবারের সিরিয়ালের সেরা দশের তালিকায় একাধিক নতুন সিরিয়াল উঠে এসেছে, আবার অনেকে উধাও হয়ে গিয়েছে। যেমন নতুন শুরু হওয়া ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবারের টিআরপি লিস্টে ৮.৪ পয়েন্ট পেয়েছে। আর গৌরী এল সিরিয়ালের পয়েন্ট রয়েছে ৭.৫। অথচ অপরাজিতা আঢ্য অভিনীত সিরিয়াল লক্ষীকাকিমা সুপারস্টার গতবারের তালিকায় সপ্তম স্থানে থাকলেও এবারে সেরা দশের মধ্যেও নেই।