বাঙালি দর্শকদের বাংলা সিরিয়াল (Bengali Serial) নিয়ে মাতামাতির শেষ নেই। সিরিয়ালের গল্পে নায়ক নায়িকাদের একাধিক বিয়ে দেখে বিরক্তি প্রকাশ থেকে খিল্লি সবই চলে। কিন্তু জানলে অবাক হবেন সিরিয়ালের মত বাস্তব জীবনেও একাধিকবার সাত পাকে বাঁধা পড়েছেন এই টেলি তারকারা। আজ আপনাদের জন্য সেই সমস্ত তারকা ও তাদের প্রাক্তনদের তালিকা নিয়ে হাজির হয়েছি।
গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) : বর্তমানে গাঁটছড়া সিরিয়ালে ঋদ্ধিমান সিংহ রায় চরিত্রে অভিনয় করছেন গৌরব চ্যাটার্জী। তবে এর আগে করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অভিনেতা ২০১৩ সালে প্রথমবার অনিন্দিতা বসকে বিয়ে করেন। কিন্তু পরবর্তীকালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০২০ সেলাই দেবলীনা কুমারকে বিয়ে করেন অভিনেতা।
মানালি দে (Manali Dey) : বিগত কয়েক সপ্তাহের বেঙ্গল টপার সিরিয়াল ধূলোকনা এর মূল চরিত্রের অভিনেত্রী মানালি দে। অভিনেত্রী বাস্তবে দুবার বিয়ে করে ফেলেছেন। প্রথমবার ২০১২ সালে গায়ক সপ্তক ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের ৪ বছর পর বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০২০ সালে পরিচালক অভিমান্যুকে বিয়ে করেন অভিনেত্রী।
অনিন্দিতা বোস (Anindita Bose) : টেলি জগতের পরিচিত অভিনেত্রী অনিন্দিতা বোস। অভিনেত্রী দুবার বিয়ে করেছেন। তবে দুটো বিয়ের কোনোটাই টেকেনি। প্রথমবার ২০১৩ সালে অভিনেত্রী গৌরব চ্যাটার্জিকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এরপর মানালি দের বর্তমান স্বামী তথা পরিচালক অভিমান্যুকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ের সম্পর্কও বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে অবিবাহিত রয়েছেন অভিনেত্রী।
ভরত কল (Bharat Kaul) : বাংলা সিরিয়ালের জগতে বেশ জনপ্রিয় একজন অভিনেতা ভরত কল। একাধিক মেগা সিরিয়ালে দেখা গিয়েছে তাকে। অভিনেতাও দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন বাস্তব জীবনে। প্রথমে অভিনেতা টলি অভিনেত্রী অনুশ্রী দাসকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ের বিচ্ছেদ হয় যায়। পরবর্তীকালে অভিনেতা জয়শ্রী মুখার্জীকে বিয়ে করেন।
ইন্দ্রনীল মল্লিক (Indranil Mallick) : সিরিয়ালের জগতের পরিচিত মুখ ইন্দ্রনীল মল্লিক। বর্তমানে ষ্টার জলসার ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে অভিনয় করছেন অভিনেতা। এই অভিনেতাও দুবার বিয়ে করেছেন। অভিনেতার প্রথম স্ত্রী ছিলেন প্রেরণা ভট্টাচার্য। এরপর প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর অভিনেত্রী সায়ন্তনী মালিককে বিয়ে করেন অভিনেতা।