• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হতে চলেছেন ‘সাঁঝের বাতি’র চারু! অভিনেত্রীর বেবিবাম্পের ছবি তুমুল ভাইরাল

Published on:

টিআরপির ((TRP) দৌড়ে সবসময়ই এগিয়ে থাকে ষ্টার জলসার (Star jalsha) সাঁঝের বাতি (Sanjher bati) ধারাবাহিকটি। ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের নিয়েও উত্তেজনা কম নয়। আর তাইই এই সিরিয়ালের নায়িকা দেবচন্দ্রিমা রায়ের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সংখ্যা অসংখ্য। তাঁর নিত্যদিনের আপডেট পেতে অধীর আগ্রহে বসে থাকেন তার অনুগামীরা।

ধারাবাহিকের চারু খুব শিগগিরই মা হতে চলেছেন। এতদিনের কষ্ট যেন সার্থক। তাই ভীষন খুশি চারু।

ধারাবাহিকের বেশি কিছু পর্ব আর্য, চারু আর মিশমির সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলেছে। এ বার ট্যুইস্ট ‘চারু’র ‘মা’ হওয়া নিয়ে।

এদিন নিজের ইন্সটা হ্যান্ডেলে ‘বেবিবাম্প’ নিয়ে ছবি শেয়ার করেছেন চারু ওরফে দেবচন্দ্রিমা। ধারাবাহিকে দীর্ঘ চেষ্টার পর মা হতে চলেছেন তিনি।
এদিকে চারুর মা হওয়া নিয়ে আর্যর মনে দানা বেঁধেছে সন্দেহ। কারণ দীর্ঘদিন চেষ্টা করার পরেও সন্তান না আসায় নিজের মেডিকেল টেস্ট করিয়েছিলেন আর্য। রেজাল্ট বলছে কোনোদিন বাবা হতে পারবেন না তিনি। অথচ চারু মা হতে চলেছে জেনেই রাগে ফেটে পড়লেন তিনি। তার একটাই প্রশ্ন চারুর গর্ভে তবে কার সন্তান। যদিও এরপেছনে যে বড় একটা চক্রান্ত কাজ করছে তার ইঙ্গিত প্রোমোতেই মিলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥