জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’। বাঙালি দর্শকদের কাছে সিরিয়ালটি অত্যাধিক জনপ্রিয়। বিগত কয়েক সপ্তাহের টিআরপি দৌড়েও বাকি সিরিয়ালদের পিছনে ফেলে দিয়েছে এই ধারাবাহিকটি। সিরিয়ালে রানী রাসমণি দেবীর গল্প দেখানো হয়, গল্পে রয়েছেন পরমহংস দেব রামকৃষ্ণ ঠাকুর। সন্ধ্যে হলেই ঘরে ঘরে বেজে ওঠে ‘করুণাময়ী রানী রাসমণি’।
এখন আধুনিক জগ, বাঙালিও আধুনিক হয়েছে। আধুনিক যুগের নতুন অভ্যাস হল সেলফি তোলা। এবার সিরিয়াল এর রামকৃষ্ণ ও মা কালীকে একসাথে সেলফি নিতে দেখা গেল। শুধু রামকৃষ্ণই নয় রানী রাসমণির পরিবারের আরো সদস্যদের সাথে হাসি মুখে ছবি তোলার ধরে উঠেছিল সিরিয়ালের শুটিং ফ্লোরে।
অভিনেতা সৌরভ সাহা সিরিয়ালে রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন। সৌরভ বেশ পোক্ত অভিনেতা ‘রানী রাসমণির’ আগে ‘বামাক্ষ্যাপা’, ‘কে তুমি নন্দিনী’ ইত্যাদি সিরিয়ালেও দুর্দান্ত অভিনয় করেছেন। অন্যদিকে রানী রাসমণির চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। সিরিয়ালের শুটিং এ সকলে যে শুধুই কাজে ব্যস্ত থাকে তা নয়। কাজের ফাঁকে ঠিকই চলে জমিয়ে মজা। অন্তত ছবিগুলি তাই প্রমান করে।
আসলে এখন সেলফি তোলাটা একধরণের নেশায় পরিণত হয়েছে। অনেকেই ঘুরতে গেলে বা পছন্দের কোনো জিনিসের সাথে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন। ঠিক তেমনি মেকাপ আর্টিস্টের দারুন মেকাপে খুশি সকলেই। সেই কারণেই রিল লাইফের সেলিব্রিটিরা ব্যস্ত আসল জীবনে সেলফি তুলতে।