• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দায় বিয়ের লাইন! রথেই শুভ কাজ সারলেন রইল রাঙা বউ অভিনেত্রী, রইল বরের পরিচয়

Published on:

Bengali Serial Ranga bou actress Payel Deb's Roka ceremony video viral:

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন পায়েল দেব (Payel Deb)। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’তে নায়িকা উর্মীর ননদ মুমু দিদির চরিত্রে অভিনয় করে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন পায়েল। এই সিরিয়াল শেষ হতেই অভিনেত্রী কামব্যাক করেছেন জি বাংলারই আরও একটি জনপ্রিয় সিরিয়াল ‘রাঙা বউ’তে (Ranga Bou)।

এই ধারাবাহিকেও তিনি নায়িকা পাখির ননদের চরিত্রে অভিনয় করছেন ,এই চরিত্রটিও আদ্যোপান্ত পজেটিভ একটি চরিত্র। সিরিয়ালে কিছুদিন আগেই বিয়ে দেখানো হয়েছে তাঁর। আর এবার রিল লাইফের রাঙা বউয়ের ননদ রিয়েল লাইফেও বাঁধা পড়তে চলেছেন সাত পাকে।  সদ্য জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার দিনেই  জীবনের অন্যতম শুভ একটি কাজ সেরে ফেলেছেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,পায়েল দেব,Payel Deb,জি বাংলা,Zee Bangla,রাঙা বউ,Ranga Bou,রোকা সেরেমনি,Roka Ceremony,শিক্ষার ট্যান্ডন,Shikhar Tandan,বাগদত্তা,Fiance

আসলে সম্প্রতি ইনস্টাগ্রাম দুহাত ভর্তি মেহেন্দির একটি রীল  ভিডিও শেয়ার করেছিলেন এই টেলি অভিনেত্রী।  এই ভিডিও দেখে অনেকেই ভেবে বসেন এবার এই টেলি নায়িকাও বোধহয় গোপনে বিয়ে সেরে ফেলেছেন।  যদিও তা নয় পায়েল বিয়ে করবেন ঠিকই ,তবে তা চলতি বছরের একেবারে শেষে।

আর বিয়ে নয় দীর্ঘদিনের প্রেমিক তথা হবু  ট্যান্ডনের পাঞ্জাবি রীতি মেনে রোকা সেরেছেন অভিনেত্রী। জানা গিয়েছে পায়েলের এই পাজাবি বড় পেশায় একজন ব্যবসায়ী। ২০২১ সল্ থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। চলতি বছরের শেষে অর্থাৎ আগামী ৩ ডিসেম্বর একে অপরের সাথে বিবাহ বন্ধনে অবোধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,পায়েল দেব,Payel Deb,জি বাংলা,Zee Bangla,রাঙা বউ,Ranga Bou,রোকা সেরেমনি,Roka Ceremony,শিক্ষার ট্যান্ডন,Shikhar Tandan,বাগদত্তা,Fiance

অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর বর পাঞ্জাবি হওয়ায় পাঞ্জাবি এবং বাঙালি উভয় রীতি মেনেই বিয়ে করেন তাঁরা।  তাই এখন থেকেই নাকি হবু বরের নতুন নিয়ম-রীতি সম্পর্কে একটু একটু করে জানতে শুরু করেছেন পায়েল।

 

View this post on Instagram

 

A post shared by Payel Deb (@payel.deb08)


আসলে পাঞ্জাবি নিয়মে বিয়ের পর টানা ৪৫ দিন হাতে চূড়া পরে থাকতে হয়, এছাড়া  বিয়ের পরে পাঞ্জাবি শ্বশুরবাড়িতে ‘পহেলি রসোই’-তে মিষ্টি  বানানোর যে নিয়ম রয়েছে তা নিয়ে এখন থেকেই নাকি বেশ চাপে রয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥