• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা কালীর পাশে দাঁড়িয়ে এ কি পোজ! আবারও চরম কটাক্ষের শিকার ‘পটলকুমার’ হিয়া

Published on:

Bengali serial Potolkumar Gaanwala fame Hiya Dey trolled for posing with Goddess Kali in short dress

Potolkumar Ganwala Actress Hiya Dey trolled on Social Media: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ‘পটলকুমার গানওয়ালা’র (Potolkumar Gaanwala) হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)। একসময়কার বেঙ্গল টপার এই সিরিয়ালে মুখ্য চরিত্র পটলকুমারের (Potolkumar) চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সেই ধারাবাহিক শেষ হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেলেও দর্শকমহলে হিয়ার জনপ্রিয়তা একই রকমের রয়ে গিয়েছে।

এখন অবশ্য দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গিয়েছে পর্দার পটলকুমার। বিনোদন জগতেও তাঁর দেখা নেই বেশ অনেকটা সময় হয়ে গেল। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। মাঝেমধ্যেই নিজের ইনস্টাগ্রামে নানান ধরণের ছবি, রিল ভিডিও শেয়ার করতে দেখা যায় হিয়াকে। যে কারণে আবার মাঝেমধ্যে ট্রোলডও (Trolled) হতে হয় অভিনেত্রীকে।

Potol Kumar Gaanwala actress Hiya Dey trolled for her new photo, Hiya Dey trolled

কখনও মদের গ্লাস হাতে, কখনও আবার ছোট পোশাক (Short Dress) পরে চটুল অঙ্গভঙ্গি করে রিল ভিডিও বানাতে দেখা যায় হিয়াকে। ছোট্ট পটলের এসব পোস্ট পছন্দ নয় নেটিজেনদের একটি বৃহৎ অংশের। যে কারণে প্রায়ই তাঁর দিকে ধেয়ে আসে নানান কটু মন্তব্য। সম্প্রতি যেমন ফের একটি ছবি শেয়ার করে বিপাকে পড়েছেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন হিয়া। সেখানে দেখা যাচ্ছে, মা কালীর (Goddess Kali) একটি মূর্তির পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। নেটিজেনদের নজর কেড়েছে তাঁর পরনের পোশাক। সাদা রঙের একটি ছোট্ট জামা পড়ে কালী ঠাকুরের পাশে দাঁড়ানোয় হিয়াকে একহাত নেন নেটাগরিকরা।

আরও পড়ুনঃ পঞ্চমীর ‘তারক’ আসলে ছেলে নাকি মেয়ে? প্রকাশ্যে খুদে তারকার আসল পরিচয়

Potol Kumar Gaanwala Actress Hiya Dey writes poem for future Husband, Hiya Dey trolled

একজন ব্যক্তি যেমন হিয়াকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘ছবিটা বসে তুলতে হতো। ভদ্র পোশাক পরতে হতো। এটা পুজো, কোনও পার্টি নয়’। দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘যেভাবে ও ছবিটা তুলেছে সেটা দেখে মনে হচ্ছে মা কালী যেন ওঁর বান্ধবী। বেশি পাকা’।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)


যদিও এই প্রথম নয়, সম্প্রতি একটি মিরর সেলফি শেয়ার করেও ট্রোলড হয়েছেন হিয়া। সেই ছবিতে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল ছোটপর্দার ‘পটলকুমার’কে। এক ব্যক্তি সেই পোস্টে তির্যক কমেন্ট করে লেখেন, ‘বাঁকা পটল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥