• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘পঞ্চমী’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং : অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Published on:

Star Jalsha Ponchomi Serial Full Casting with Actors Real Name

হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নাগিন’। তবে বাংলায় ইচ্ছাধারী নাগ-নাগিনীদের নিয়ে খুব কম সিরিয়ালই (Bengali Serial) হয়েছে। বছর খানেক আগে এই গল্প নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার (Star Jalsha) ‘পঞ্চমী’র (Ponchomi) পথচলা। ভিন্ন স্বাদের এই মেগা খুব কম সময়ের মধ্যেই স্থান করে নিয়েছিল দর্শকমনে।

‘পঞ্চমী’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা দে এবং রাজদীপ গুপ্ত। পরবর্তীকালে অবশ্য নায়ক বদলে গিয়েছিল। ইচ্ছাধারী নাগিনের প্রতিশোধ নিয়ে শুরু হওয়া এই ধারাবাহিকের (Bengali Serial) গল্প লিখেছিলেন সাহানা দত্ত এবং প্রযোজনা করেছিলেন রোহিত সামন্ত ও সাহানা দত্তের মিসিং ক্রু প্রোডাকশন হাউস।

‘পঞ্চমী’ সিরিয়াল এর কাস্ট (Ponchomi Serial Cast)

সিরিয়ালের নামপঞ্চমী
সম্প্রচারকারী চ্যানেলস্টার জলসা
প্রধান নায়করাজদীপ গুপ্ত, যুবরাজ চৌধুরী
প্রধান নায়িকাসুস্মিতা দে
সম্প্রচার শুরুর দিনক্ষণ৫ ডিসেম্বর ২০২২
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ২৭ আগস্ট ২০২৩
মোট পর্ব২৬৬

 

 ‘পঞ্চমী’ সিরিয়াল-এর কাস্টিং (Ponchomi Serial Casting)

স্টার জলসার এই ধারাবাহিকে কোন চরিত্রে অভিনয় করেছিলেন কোন অভিনেতা-অভিনেত্রীরা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের নাম।

পঞ্চমী চরিত্রে সুস্মিতা দে (Susmita Dey as Ponchomi)

ইচ্ছাধারী নাগিন পঞ্চমীর চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা দে। নিজের আসল পরিচয় সম্বন্ধে পঞ্চমী প্রথমে অবগত ছিল না। পরবর্তীকালে সে জানতে পারে সে আসলে একজন ইচ্ছাধারী নাগিন।

Susmita Dey as Ponchomi in Ponchomi serial

কিঞ্জল চরিত্রে রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta as Kinjal)

পঞ্চমী স্বামী কিঞ্জল তথা ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা গিয়েছিল রাজদীপ গুপ্তকে। সুস্মিতা-রাজদীপের জুটি দর্শকদের বেশ ভালোলাগলেও অভিনেতা মাঝপথেই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছিলেন।

Rajdeep Gupta as Kinjal in Ponchomi serial

কনিষ্ক চরিত্রে যুবরাজ চৌধুরী (Yuvraaj Chaudhury as Kanishka)

‘পঞ্চমী’ ধারাবাহিক লিপ নেওয়ার পর কিঞ্জলের পুনর্জন্ম কনিষ্ক চরিত্রে অভিনয় করেছিলেন যুবরাজ চৌধুরী।

Yuvraaj Chaudhury as Kanishka in Ponchomi serial

কালনাগিনী চিত্রার চরিত্রে শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty as Chitra)

পঞ্চমীর শত্রু কালনাগিনী চিত্রার ভূমিকায় দেখা গিয়েছিল শিঞ্জিনী চক্রবর্তীকে।

Shinjinee Chakraborty as Chitra in Ponchomi serial

অদ্রিজা চরিত্রে অনন্যা সেন (Ananya Sen as Adrija)

‘পঞ্চমী’ সিরিয়ালে অদ্রিজার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অনন্যা সেন।

Ananya Sen as Adrija in Ponchomi serial

শিবশরণ চরিত্রে কৌশিক বন্দ্যোপাধ্যায় (Kaushik Banerjee as Shibsaran)

‘পঞ্চমী’ সিরিয়ালে পুরোহিতমশাই শিবশরণের ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়।

Kaushik Banerjee as Shibsaran in Ponchomi serial

মেহেলি চরিত্রে রিয়া গঙ্গোপাধ্যায় (Riya Ganguly as Meheli)

মেহেলির ভূমিকায় দেখা গিয়েছিল রিয়া গঙ্গোপাধ্যায়।

Riya Ganguly as Meheli in Ponchomi serial

নিধি চরিত্রে অঙ্কিতা মাঝি (Ankita Majhi as Nidhi)

‘পঞ্চমী’ ধারাবাহিকে নিধি ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কিতা মাঝি।

Ankita Majhi as Nidhi in Ponchomi serial

অদিতি চট্টোপাধ্যায় (Aditi Chatterjee)

‘পঞ্চমী’ সিরিয়ালে ইচ্ছাধারী নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন অদিতি চট্টোপাধ্যায়।

Aditi Chatterjee in Ponchomi serial

বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)

স্টার জলসার এই সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল বাসন্তী চট্টোপাধ্যায়কে।

Basanti Chatterjee in Ponchomi serial

পয়মন্তী চরিত্রে ত্রমিলা ভট্টাচার্য (Tramila Bhattacharjee as Poymonti)

‘পঞ্চমী’ সিরিয়ালে পয়মন্তী চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যকে।

Tramila Bhattacharjee as Poymonti in Ponchomi serial

অরিন্দ্য বন্দ্যোপাধ্যায় (Arindya Banerjee)

‘পঞ্চমী’ সিরিয়ালে অভিনয় করেছিলেন অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

Arindya Banerjee in Ponchomi serial

সুমিতা চট্টোপাধ্যায় (Sumita Chatterjee)

‘পঞ্চমী’ সিরিয়ালে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুমিতা চট্টোপাধ্যায়।

Sumita Chatterjee in Ponchomi serial

OTT-তে কোথায় দেখবেন ‘পঞ্চমী’?

স্টার জলসার এই সিরিয়ালের প্রত্যেকটি এপিসোড ডিজনি প্লাস হটস্টারে রয়েছে। ‘পঞ্চমী’র শুরু থেকে শেষ সব এপিসোড দেখতে পাবেন এখানে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥