• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উড়ন্ত মালা-সিঁদুর অতীত, এবার পালা নিজের নিজেকে বিয়ের! ‘ফেরারি মন’এর প্রোমো দেখে হতবাক দর্শকরা

Published on:

Tulsi from Bengali serial Ferari Mon marries herself, watch video

বাংলা ধারাবাহিক (Bengali serial) নিয়ে দর্শকদের বহুকাল ধরেই একটা অভিযোগ চলে আসছে, তা হল গাঁজাখুরি কাহিনী। কখন যে ধারাবাহিকের গল্পের গরু গাছে উঠে যায় তা বোঝা যায় না। শুরুতে যে বিষয় নিয়ে শুরু হয়, শেষ হতে হতে তার রেশটুকুও থাকে না। সেই একই পরকীয়া, কূটকচালির আশেপাশেই ঘুরতে থাকে বেশিরভাগ ধারাবাহিকের গল্প। সম্প্রতি যেমন গল্পের গরু গাছে তুলেছে ‘ফেরারি মন’ (Ferari Mon)।

কয়েকদিন আগেই কালার্স বাংলার শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ফেরারি মন’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জি বাংলার ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকের দুয়োরানী অর্থাৎ সুদীপ্তা রায় এবং ‘জয় জগন্নাথ’ খ্যাত অভিনেতা বিপুল পাত্র। এক দাম্ভিক ছেলে এবং প্রচণ্ড বিনয়ী মেয়ের কাহিনী নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিকটি।

Ferari Mon serial

ইতিমধ্যেই এই ধারাবাহিকের সঙ্গে স্টার জলসার ‘বরণ’এর মিল খুঁজে পেয়েছেন দর্শকরা। তা সত্ত্বেও অগ্নি ও তুলসীর কাহিনী দেখে বেশ আকর্ষণীয় লেগেছিল তাঁদের। অগ্নি (Agni) এবং তুলসী (Tulsi) একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। অগ্নি এতটাই অহংকারী যে কাউকে অপমান করতে তাঁর একটুও বাধেনা। এমনকি তুলসীকেও ছেড়ে কথা বলে না সে। অপরদিকে তুলসী ততটাই বিনয়ী।

‘ফেরারি মন’এর শুরুতেই দেখা গিয়েছে, সকলের সামনে তুলসীকে চূড়ান্ত অপমান করছেন অগ্নি। সেখানেই থামেনি সে, এরপর সেই ভিডিও সকলের মাঝে ছড়িয়েও দেয়। এরপরই দেখা যায়, বড়লোকের ছেলে অগ্নির বাড়ির এক পার্টিতে নিজের মাথায় নিজেই সিঁদুর পরে হাজির হয়ে গিয়েছে তুলসী।

Self marriage in Ferari Mon

সকলের সামনে গিয়ে তুলসী দাবি করে সে অগ্নির বিয়ে করা বৌ। ধারাবাহিকের শুরুতে নায়িকাকে অত্যন্ত প্রতিবাদী হিসেবে দেখানো হলেও তাঁর নিজের নিজেকে বিয়ে করে অগ্নি বৌ হিসেবে দাবিটাক এবড় অদ্ভুত লেগেছে দর্শকদের একাংশের।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

শুধু এটুকুই নয়, ফের ‘ফেরারি মন’এর বিরুদ্ধে উঠেছে অন্য একটি ধারাবাহিককে নকল করার অভিযোগও! আসলে সম্প্রতি জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে একই ভাবে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর বিয়ে দেখানো হয়েছে। তাই দর্শকদের একাংশের দাবি, সেই জিনিসটিকেই হুবহু টুকে দিয়েছে সুদীপ্তা-বিপুলের ধারাবাহিক। এবার দেখার, এত কিছুর পর ‘ফেরারি মন’ দর্শকদের মনে কতখানি জায়গা করে নিতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥