• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লেখিকা মনে ভুলে গিয়েছেন এটা ২০২৩ সাল! নিম ফুলের মধুতে পর্ণার অপমান দেখে রেগে লাল দর্শক 

Published on:

Bengali serial Nim Phuler Modhu recent track trolled on social media

টেলিভিশনের পর্দায় সদ্য শুরু হওয়া নতুন সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম হল ‘নিম ফুলের মধু’ (Nim Phuler Modhu)। সিরিয়ালে দত্তবাড়ি অর্থাৎ পর্ণা (Parna)-র শশুড়বাড়ির মধ্যযুগীয় ধ্যানধারণার মানুষজন দেখে বিশেষ করে সৃজনের (Srijan) মা কৃষ্ণা (Krishna)-কে দেখে রাগে গা জ্বলে যাচ্ছে দর্শকদের।

ধারাবাহিকে সৃজনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das)। আর তার বিপরীতে পর্ণা চরিত্রে কামব্যাক করেছেন জবা অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। তবে সিরিয়ালের নায়ক নায়িকা ছাড়াও ইদানিং দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে হয়েছেন সৃজনের মা কৃষ্ণা অভিনেত্রী অরিজিতা মুখার্জী (Arijita Muklherjee)।

Khelna Bari and Nim Phuler Modhu serial new promo comes out together

এছাড়া ‘বাবু’ অর্থাৎ সৃজন তো ইতিমধ্যেই ‘ভেঁড়া’-র তকমা পেয়েছে দর্শকমহলে। আসলে সৃজন নিজে পর্ণাকে  বোঝার চেষ্টা করলেও মায়ের সামনে আসলেই  গলা দিয়ে একটাও শব্দ বের হয় না তার। বিশেষ করে বিয়ে করে নতুন বৌ পর্ণা দত্ত বাড়িতে পা রাখতে না রাখতেই তার প্রতি শাশুড়ির আচরণ দেখে রীতিমতো বিরক্ত দর্শক। আর দর্শকদের এই রাগ, বিরক্তিই এই সিরিয়ালের কলাকুশলীদের কাছে পরম পাওনা।

Nim Phuler Modhu actress Arijita Mukherjee's reaction on her character Krishna 

সম্প্রতি সিরিয়ালের একটি পর্বে দেখা গিয়েছে শশুড়বাড়ির সবাইকে নিয়ে বাড়িতেই পিকনিক করার আয়োজন করেছিল পর্ণা। আর সেই পিকনিকের মাংস কেনার জন্য কিপ্টে বর সৃজনের কাছে হাত পেতে একটা টাকাও পায়নি পর্ণা। তাই বাধ্য হয়ে বাবার থেকে টাকা  নিয়েছিল সে। কিন্তু পিকনিকে মাংস কেনার জন্য পর্ণা টাকা কোথায় পেয়েছে তা জানতে আবারও সবাই মিলে কাঠগড়ায় তোলে তাকেই।

এমনকি শাশুড়ি তো বলেও দেয় গয়না বিক্রি করার তাকে মাংস কিনেছে নতুন বৌ। এখানেই শেষ নয় পর্ণাকে অপমান করতে তার গয়নার বাক্স পর্যন্ত তল্লাশি করার কথা বলা হয়। যদিও সেসময় সৃজন পর্ণার পাশেই দাঁড়িয়ে জানায় গয়নার বাক্স দেখার প্রয়োজন নেই, সত্যিটা নিজের মুখেইজানাবে পর্ণা।  কিন্তু বাবার কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে পর্ণা মুখ ফুটে বলতে না পারলেও তার ভাই বলে দেয়। আর তাতেই অশান্তি যায় আরও বেড়ে। কথায় পর্ণাকে এভাবে অপমানিত হতে দেখে দর্শকদের খেপে গিয়েছেন সিরিয়ালের রাইটারের ওপর।কটাক্ষ করে তাদের মন্ত্যব্য ‘রাইটার মনে হয় ভুলে গিয়েছেন ইটা ২০২৩ সাল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥