অবশেষে স্বস্তির খবর এল ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini) ভক্তদের জন্য। এখনই শেষ হচ্ছে না দর্শকদের পছন্দের এই সিরিয়াল। আর এই খুশির খবর পাওয়ার পর থেকেই কার্যত আনন্দে আত্মহারা নবাব নন্দিনীর ভক্তরা। অবশেষে জানা গেল দর্শকদের পছন্দের এই সিরিয়াল সম্প্রচারের নতুন সময় সূচি (New Time Slot)।
বাংলা টেলিভিশনের পর্দায় এখন একের পর এক নতুন সিরিয়ালের ধুম। একটা সিরিয়াল হতেই তার জায়গা নিচ্ছে একের পর এক নতুন সিরিয়াল। এখনকার নতুন ট্রেন্ড অনুযায়ী টি আর পি-তে নম্বর কমলেই অসময়েই কোপ পড়ছে যে কোনো সিরিয়ালের ওপর। কারও বয়স ৩ মাস তো কারও কপাল জোরে ৮ মাস। বছর ঘোরার আগেই শেষ হয়ে যাচ্ছে একাধিক সিরিয়াল।
স্টার জলসার পর্দায় আসছে আরও একঝাঁক নতুন সিরিয়াল। তাই নতুন সিরিয়াল আসায় বেশ কিছুদিন ধরেই চিন্তায় ছিলেন নবাব নন্দিনী সিরিয়ালের ভক্তরা। এমনকি ও শোনা গিয়েছিল সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং সেরে ফেলেছেন সিরিয়ালের কলাকুশলীরা। এপ্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল এই সিরিয়ালের নায়ক অর্থাৎ নবাব অভিনেতা রিজওয়ান রাব্বানী শেখের কাছে।
সিরিয়াল শেষের সমস্ত জল্পনা উড়িয়ে অভিনেতা বলেছেন, ‘না, এমন কিছুই হচ্ছে না। তবে সময় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বিকালে সম্প্রচারিত হবে ‘নবাব নন্দিনী’। রিজওয়ানের কথা সত্যি করেই এদিন চ্যানেলের তরফে জানানো হয়েছে নবাব নন্দিনী সম্প্রচারের নতুন সময়। জানা যাচ্ছে আগামী ৬ ফ্রেব্রুয়ারি থেকে নতুন সিরিয়াল ‘বালিঝড়’ আসায় সন্ধ্যা ৬ টার বদলে এই সিরিয়াল সম্প্রচারিত হতে বিকেল ৫টা থেকে।
আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অন্য কথা বলতে শুরু করেছেন মিঠাই ভক্তরা। আসলে গত বছরের শেষে রাত আটটার স্লট পরিবর্তন করে সন্ধ্যা ৬ টার স্লটে নিয়ে আসা হয়েছিল জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল মিঠাইকে। তারপর থেকেই প্রতি সপ্তাহেই নবাব নন্দিনীকে লাগাতার টেক্কা দিয়ে চলেছে মিঠাই। তাই এবার মিঠাইকে টক্কর দিতে আসছে তৃণা-কৌশিক-ইন্দ্রাশীষ জুটির নতুন সিরিয়াল ‘বালিঝড়’। যা দেখে মিঠাই ভক্তদের রসিকতা ‘২ বছর পুরোনো সিরিয়ালকে হারাতে কত মেহনত করতে হচ্ছে’। অপর একজনের মন্তব্য, ‘সন্ধ্যা ৬টায় যে সিরিয়ালই আসুক, একই ভবিতব্য’।