• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP কমেই চলেছে, শীঘ্রই শেষ হচ্ছে মন ফাগুন! প্রকাশ্যে লাস্ট সম্প্রচারের দিন, রইল বিস্তারিত

Published on:

Bengali serial Mon Phagun is going to off air soon

টেলিভিশনের দুনিয়ায় টিকে থাকার লড়াই কিন্তু একেবারে সহজ নয়। এখানে সবটাই টিআরপির খেলা। টিআরপি থাকলে বছরের পর বছর ধরে চলতে থাকবে একটি ধারাবাহিক। আবার টিআরপি না থাকলে কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায় সেটি। সম্প্রতি যেমন সেটি হয়েছে ‘বৌমা একঘর’এর সঙ্গে। এবার একই জিনিস হতে চলেছে ‘মন ফাগুন’এর (Mon Phagun) সঙ্গেও।

হ্যাঁ, ঠিকই দেখছেন। ঋষি-পিহুর প্রেমকাহিনীও আর খুব বেশিদিন পর্দায় দেখা (Off air) যাবে না। শীঘ্রই বন্ধ হতে চলেছেন এই ধারাবাহিকটি। কমতে থাকা টিআরপির (TRP) কারণেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Mon Phagun

গত বেশ কয়েকদিন ধরেই ‘মন ফাগুন’এর বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু ধারাবাহিকটির একনিষ্ঠ দর্শকরা কিছুতেই সেই সংবাদ মানতে চাইছিলেন না। তবে ধারাবাহিকের গল্পের গরু যে গাছ বেয়ে অনেকটাই উঠে গিয়েছে সেটা কিন্তু মনে মনে প্রত্যেকেই বুঝতে পারছিলেন।

ঠিকভাবে দেখানো হল না ঋষি-পিহুর মিল, এর মাঝেই আবার নিয়ে আসা হল ঋষির ছদ্মবেশের অ্যাঙ্গেল। সব মিলিয়ে একেবারে ঘেঁটে ঘ করে দেওয়া হয়েছিল ধারাবাহিকের কাহিনী। গল্প একেবারে যেন সিনেমা থ্রিলার হয়ে গিয়েছিল। পাশাপাশি এত বেশি নেতিবাচক জিনিস দেখানো হচ্ছিল যে দর্শকরা সেটাও মেনে নিতে পারছিলেন না। আর ঠিক সেই কারণেই ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ বলে বলে গোল দিচ্ছিল এই ধারাবাহিককে।

Mon Phagun

এবার তাই টলিপাড়া সূত্রে জানা যাচ্ছে, বহু চেষ্টা করা সত্ত্বেও যখন ধারাবাহিকের টিআরপি কিছুতেই বাড়ছে না, তখন শেষমেশ এটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তই নিল নির্মাতারা। শোনা যাচ্ছে, চলতি আগস্ট মাসের শেষেই শেষ হয়ে যাবে ‘মন ফাগুন’। সেপ্টেম্বর মাস থেকে রাত সাড়ে আটটায় শুরু হবে নতুন ধারাবাহিক।

শোনা যাচ্ছে, ‘মন ফাগুন’এর রাত সাড়ে আটটার স্লটে দেখানো হবে ‘মাধবীলতা’ ধারাবাহিকটি। দর্শকরা অবশ্য এটা আগেই আন্দাজ করেছিলেন যে সেই সময় ‘মাধবীলতা’ দেখানো হতে পারে। ভাবা হয়েছিল, সেই ক্ষেত্রে ‘মন ফাগুন’কে ‘খেলাঘর’এর সময়ে দেখানো হবে। কিন্তু ধারাবাহিকটি যে শেষ হয়ে যাবে তা ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥