• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ রক্ষা হল না, TRP কমতেই প্রাইম স্লট হারালো মিঠাই! গুঞ্জনে শিলমোহর দিলেন পরিচালক

Published on:

Mithai Serial Time Slot Changed from 14th November Confirms Director

বাংলা সিরিয়াল (Bengali Serial) যারা দেখে তাদের সিংহভাগেরই পছন্দের সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। বিগত দেড় বছর ধরে একাধিক সিরিয়াল এসেছে ও বন্ধ হয়েছে কিন্তু কেউই মিঠাইয়ের মত করে দর্শকদের মন কাড়তে পারেনি। তবে সেই সময় পাল্টেছে! একসময় ঘড়িতে আটটা বাজলেই মিঠাই দেখলেও এখন কমেছে দর্শকদের সংখ্যা। এর ফলেই কমেছে TRP, আর তাতেই প্রাইম স্লট খোয়াতে হচ্ছে মিঠাইকে!

বিগত কয়েকদিন ধরেই টেলিপাড়ার অন্দরে চলছিল জোর জল্পনা। তার ওপর নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এর প্রমো প্রকাশ্যে আসে। এতেই আরও বাড়ে আলোচনা, চিন্তায় পরে মিঠাই ভক্তরা। তবে কি বন্ধই হয়ে যাবে মিঠাই? নাকি নতুনকে জায়গা করে দিতে পাল্টে যাবে সম্প্রচারের সময়? ইতিমধ্যেই এই প্রশ্নের উত্তর মিলেছে। আর আটটায় নয় বরং সন্ধ্যে ৬টা থেকে দেখা যাবে মিঠাই।

Mithai Serial Time Slot Changed viewers angry on channel

তবে এমাসে নয়, আগামী ১৪ই নভেম্বর থেকে পাল্টে যেতে চলেছে সম্প্রচারের সময়। মিঠাইয়ের স্লটে দেখা যাবে ‘নিম ফুলের মধু’ সিরিয়াল। তবে শুধু একটি খবর নয় সাথে রয়েছে আরও একটি খবর। বিগত কয়েক দিন ধরে আরও একটি সিরিয়াল বেশ আলোচনায় উঠে এসেছে সেটা হল ‘পিলু’। কানাঘুষো শোনা যাচ্ছে শেষের পথে ‘পিলু’। রঞ্জা ও মল্লারের মধ্যে বিচ্ছেদ দেখিয়েই নাকি শেষ হতে পারে সিরিয়ালটি।

Mithai Serial Time Slot changed because of Nim Phuler Madhu

পিলু শেষ হলে তার বদলেই ৬টার স্লটে আসবে মিঠাই। তবে এই সিদ্ধান্ত কিন্তু মোটেই পছন্দ হয়নি দর্শকদের অনেকেরই। চ্যানেলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে তার প্রতিবাদ, কটাক্ষ থেকে কটূক্তি চলছেই। কিন্তু কথা হল সত্যিই কি বদলাচ্ছে টাইম স্লট? অফিসিয়াল খবর এখনও প্রকাশ্যে আসেনি ঠিকই। তবে এবার খোদ পরিচালকের থেকে জানা গিয়েছে আসল সত্যি।

মিঠাই এর পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসকে সগনবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানান, খুব সম্ভবত মিঠিয়ের স্লট বদলাচ্ছে। আগামী মাসে আটটার বদলে ৬টা থেকে দেখা যাবে সিদ্ধার্থ-মিঠাই জুটিকে। তবে এর সাথে পিলুর শেষ হওয়ার যোগ আছে কি না তা তিনি জানেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥