• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নামী ব্র্যান্ড এবার অতীত! এবার শীতে গোল্ডেন গ্লো পেতে বাজারে হাজির মিঠাই ক্রিম

জি বাংলার তো বটেই, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। দর্শকদের কাছ থেকে এই ধারাবাহিকটি যে পরিমাণ ভালোবাসা পায়, তা সত্যিই দেখার মতো। এখন সিরিয়ালের টিআরপি কিছুটা কমলেও, তারকাদের জনপ্রিয়তায় কিন্তু একটুও আঁচ পড়েনি। ‘মিঠাই’ প্রেমীরা যেন সিরিয়ালের প্রত্যেকটি চরিত্রকে সত্যি সত্যিই অনুভব করতে পারেন।

বিশেষত ধারাবাহিকের নায়ক-নায়িকা অর্থাৎ সিদ্ধার্থ এবং মিঠাইয়ের জনপ্রিয়তা যে ঠিক কতখানি তা আর আলাদা করে বলে দিয়ে হয় না। আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডু যেন সত্যি সত্যিই উচ্ছেবাবু এবং মিঠাই হয়ে গিয়েছেন দর্শকদের কাছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছেবাবুর নামে বেশ কিছু খাবারও ভাইরাল হয়েছিল।

   

Mithai and Siddhartha

খোদ ‘মিঠাই’য়ের বানানো ‘উচ্ছেবাবু সন্দেশ’ তো ছিলই, সেই সঙ্গেই জুড়েছিল উচ্ছেবাবু মোমো, উচ্ছেবাবু ফুচকা, উচ্ছেবাবু জিলিপির মতো বেশ কিছু খাবার। এরপর আবার ‘সিধাই’ চকোলেটের ছবিতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে এবার অবশ্য উচ্ছেবাবু নয়, বরং মিঠাইরানীর নামে একটি জিনিস এসে গিয়েছে।

হ্যাঁ, ঠিকই দেখছেন। এবার বাজারে এসে গিয়েছে ‘মিঠাই’ নাইট ক্রিম (Mithai night cream)। শুধু নামই নয়, ক্রিমের গায়েও রয়েছে মিঠাইয়ের হাসিমুখের একটি ছবি। তা দেখে বোঝাই যাচ্ছে যে এটি কোনও ‘মিঠাই’ প্রেমীরই কাজ। তবে ‘মিঠাই নাইট ক্রিম’এর ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

Mithai night cream

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি থেকে জানা গিয়েছে এই ক্রিমের নাম ‘মিঠাই গোল্ড এইচডি গ্লো’। প্রধানত মহিলাদের জন্য তৈরি হওয়া এই ক্রিম ত্বকে এনে দেবে ইনস্ট্যান্ট গ্লো। এই ক্রিমটি কতখানি ভালো তা জানা না গেলেও, মিঠাইরানীর নামে তৈরি এই ক্রিমের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।

‘মিঠাই’ অনুরাগীরা স্বাভাবিকভাবেই এই ক্রিমের ছবি দেখে বেশ খুশিই হয়েছেন। অনেকে কমেন্টে লিখেছেন, ‘সফলতার আর এক নাম হল মিঠাই’। সোশ্যাল মিডিয়ায় ‘মিঠাই’ ক্রিমের ক্রেজ দেখে কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে সিরিয়ালের টিআরপি কমলেও, জনপ্রিয়তায় কিন্তু একটুও আঁচ পড়েনি।