জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ‘মিঠাই’য়ে (Mithai) অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শিশু শিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। একসময়কার বেঙ্গল টপার এই সিরিয়ালে নায়ক-নায়িকা সিদ্ধার্থ এবং মিঠাইয়ের মেয়ে মিষ্টির চরিত্রে অভিনয় করেছিল সে। গত কয়েকমাস ধরে এই খুদে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখতে দেখতে ভালোবেসে ফেলেছিল অনেক দর্শকই।
মিষ্টির (Mishti) উপস্থিতিতে ‘মিঠাই’ যেন আরও বেশি মিষ্টি হয়ে গিয়েছিল। বিশেষত বাবা সিদ্ধার্থের সঙ্গে তাঁর অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন দেখতে সকলে খুব ভালোবাসতো। তবে প্রায় দু’সপ্তাহ হতে চলল সেই সিরিয়াল শেষ হয়েছে। প্রায় আড়াই বছর সম্প্রচারিত হওয়ার পর ‘মিঠাই’ শেষ হওয়ায় মন খারাপ হয়েছে অনেকেরই। পাশাপাশি ‘মিঠাই’কে ভুলে সিরিয়ালের কলাকুশলীরাও নতুন প্রোজেক্টে মনোনিবেশ করেছেন।
অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু যেমন বড়পর্দায় ডেবিউ করার জন্য তৈরি হচ্ছেন। টলিউড সুপারস্টার দেবের আগামী ছবি ‘প্রধান’এ নায়িকা হিসেবে দেখা যাবে দর্শকদের প্রিয় মিঠাইরানীকে। অপরদিকে ‘দিদিয়া’ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী অভিনয় করছেন ‘ফুলকি’তে। পিছিয়ে নেই পুঁচকে অনুমেঘাও। শীঘ্রই জি বাংলার একটি জনপ্রিয় সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছে সে।
এতদিন ধরে অনুমেঘাকে ‘মিষ্টি’ চরিত্রে অভিনয় করতে দেখেছে দর্শকরা। তবে এবার সে ‘চিনি’ (Chini) নামে সকলের মন জয় করতে আসছে। এখন নিশ্চয়ই ভাবছেন কোন সিরিয়ালে এন্ট্রি নিচ্ছে এই পুঁচকে অভিনেত্রী? তাহলে জানিয়ে রাখি জি বাংলার ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu) দেখা যাবে তাঁকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সেই সুখবর দিয়েছে ছোট্ট অনুমেঘা নিজে। অভিনেতা উদয় প্রতাপ সিং, যিনি ‘মিঠাই’ সিরিয়ালে ‘রাতুল’ চরিত্রে অভিনয় করেছিলেন এবং ‘নিম ফুলের মধু’তে চয়নের চরিত্রে অভিনয় করেন, সম্প্রতি তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করেছে অনুমেঘা। ক্যাপশনে লিখেছে, ‘অল্প কয়েকদিনের জন্য আমরা দু’জন আবার একসাথে… চয়ন আর চিনি’।
প্রিয় ‘মিষ্টি’র কামব্যাকের খবর শুনে অনুরাগীরা প্রচণ্ড খুশি হয়েছেন। একের পর এক কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। এখন ‘নিম ফুলের মধু’তে অনুমেঘার এন্ট্রি দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন সকলে। ‘মিষ্টি’র পর ‘চিনি’ চরিত্রে সে কোন চমক দেয় সেটাই এবার দেখার।