• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে জিতল ভালোবাসা! মৌঝরের মিল হতেই, মৌকে বুকে টেনে নিল বিথী মাসি

Published on:

Star Jalsha Meyebela Serial Happy Ending Photos viral on social media

নির্ধারিত সূচি মেনেই আজ অর্থাৎ ২৩ জুন টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘মেয়েবেলা’ (Meyebela)। অল্পদিনেই সিরিয়ালটি দর্শকদের কাছে খুবই পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছিল। তাই মাত্র ৫ মাসে যেন মন ভরলো না দর্শকদের। টিআরপির চক্করে আর নতুন সিরিয়ালের ধাক্কায় এবার অকালেই  শেষ হয়ে যাচ্ছে এই ভিন্ন স্বাদের ধারাবাহিকটি।

যার ফলে এমনিতেই বেশ মন খারাপ দর্শকদের। অসময়ে সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন ভালো নেই এই সিরিয়ালের কলা কুশলীরাও। যা নিয়ে ইতিপূর্বে মুখ খুলে ছিলেন এই ধারাবাহিকের একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে  শুরু করে খোদ পরিচালক সুমন দাসও। গতপর্বেই দর্শক দেখেছেন মৌকে ডোডো তার অফিসের ঘরে থাকার প্রস্তাব দিলে মৌ তাকে টাকা  শোধ করে দেওয়ার কথা জানিয়েছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,বিথী মাসি,Bithi Masi,অন্তিম পর্ব,Last Episode,মৌঝড়,Moujhor

নিজের ভালোবাসার মানুষটার মুখে এ কথা শুনেই প্রচন্ড কষ্ট পায় ডোডো। কারণ সে শুরু থেকেই পাশে থাকতে চেয়েছিল মৌয়ের কিন্তু মৌ সেটা না বুঝেই বারবার তাকে প্রতিপক্ষ হিসেবে ভেবে নানাভাবে আঘাত দিয়েছে।  তাই এদিন আর নিজেকে ধরে রাখতে পারেনি ডোডো। তাই একের পর এক অতীত খুঁড়ে সে মৌয়েকে  সামনে তুলে ধরেছিল কেন সুযোগ থাকা সত্ত্বেও সে  চাঁদনীর সাথে ১২ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এসে তাকেই  বিয়ে করেছিল।

এরই মধ্যে ফাঁস হয়েছে এই ধারাবাহিকের অন্তিম পর্বের ঝলক।  যেখানে দেখা যাবে মশাইয়ের বিরুদ্ধে কেস জিতে নিজেকে নির্দোষ প্রমাণ করবে মৌ। আর তারপরেই ডোডোর সাথে সমস্ত মান অভিমানও মিটে যাবে মৌয়ের। এরপর মৌকে বাড়িতে ফিরিয়ে আনতেই বীথি মাসি তাঁকে সারপ্রাইজ দিয়ে বরণ করে ঘরে তুলবে।  সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যেরই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,বিথী মাসি,Bithi Masi,অন্তিম পর্ব,Last Episode,মৌঝড়,Moujhor

যা দেখে বীথি মাসিকে প্রশংসায় ভড়িয়েছে সবাই। সিরিয়ালটির অন্তিম পর্বে দেখানো হবে ২৭ বছরে এগিয়ে যাবে এই সিরিয়ালের গল্প। দেখা যাবে মৌ ডোডোর ছেলে হয়েছে।  যার নাম ডিডো। যাকে দেখতে একেবারে হুবহু তাঁর বাবা অর্থাৎ ডোডোর মতোই। টিভির পর্দায় এই পর্ব সম্প্রচারের আগেই সোশ্যাল মিডিয়ায় এই আগাম পর্বের কয়েক ঝলক শেয়ার করে এক নেটিজেন লিখেছেন ‘মেয়েবেলা বয়ে চলে যায়। ২৩ জানুয়ারি-২৩ জুন শেষ হয়ে গেলো ৫ মাসের যাত্রা।এই ৫ মাসের যাত্রা আমাদের অনেকেরই মনে গেঁথে থাকবে।খুব অল্প সময়ের হলেও এদের খুব আপন করে নিয়েছিলাম।খুব মিস করবো মিত্র পরিবারকে।মিস করবো মৌঝর জুটিকে।’

সেইসাথে তিনি লিখেছেন ‘কেটে গেছে ২৭ বছর আম্মা আর বম্মা মারা গেছে।মৌঝরের ছেলে হয়েছে নাম ডিডো দেখতে বাবার মতোই হয়েছে।পিউ আর টিটোর বিয়ে হয়ে গেছে।ছোট পিসির যমজ ছেলে-মেয়ে হয়েছে নাম রং-তুলি।গুঞ্জার মেয়ে উকিল হয়েছে।শেষ পর্বটুকু খুব সুন্দর হয়েছে মৌ সবার কথা বলে যাচ্ছে আর ফ্ল্যাশব্যাকে দেখিয়ে দিচ্ছে। ভালো থেকো মিত্র পরিবার। ভালো থেকো মেয়েবেলা।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥