• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জঙ্গলে থাকলেও ফিজিক্সে ৯৮, শ্বশুরের টিচার থেকে ডাক্তার ‘মাধবীলতা’! কান্ড দেখে হাসছে গোটা নেটপাড়া

বাংলা সিরিয়ালের বিরুদ্ধে দর্শকদের অভিযোগ বহুদিনের। মাঝে মধ্যেই নাকি মাত্রাতিরিক্ত গাঁজাখুরি গল্প দেখানো হয়ে। এর জেরে ব্যাপক ট্রোলিং হয়েছে একাধিক সিরিয়াল। আর এবার এই তালিকাতেই নাম উঠে গেল ষ্টার জলসার মাধবীলতা সিরিয়ালের। নতুন শুরু হওয়ার এই সিরিয়াল ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি দেখানো কিছু দৃশ্য হাসতে বাধ্য করেছে দর্শকদের।

সিরিয়ালে মাধবীলতার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। আর নায়ক অর্থাৎ ছবিবাবুর চরিত্রে রয়েছেন সুস্মিত মুখার্জী। শুরু থেকেই টিআরপি তালিকায় নিজের জায়গা করে ফেলেছেন মাধবীলতা। পুরোনো সিরিয়ালের ভিড়ে দিব্যি সেরা পাঁচ হয়ে গিয়েছে। গল্পে গ্রামের মেয়ে মাধবীকে জঙ্গলে দেখেই পছন্দ হয়ে যায় নায়কের। এরপর ছবি বাবুর সাথেই বিয়ে হয়ে যায় মাধবীর। পুষ্পরঞ্জন চৌধুরী অর্থাৎ শ্বশুরকে তাঁর কর্মের শাস্তি দিতেই নাকি বিয়ে করে বৌ হয়েছে সে। আর তাই শ্বশুরকে টাইট দিতে শুরু করেছে ইতিমধ্যেই।

   

Madhobilata Father in law health report

প্রথমে অশিক্ষিত শ্বশুরকে শিক্ষার আলো দেখতে অকাল বোধনের মত অকালে সরস্বতী পুজো করে হাতে খড়ি দিয়েছে শ্বশুরের। এরপর তাকে লেখাপড়া শেখানোর দায়িত্ব নিয়েছে সে। আর এবার শ্বশুরের শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে তাঁর খাওয়া দাওয়া একেবারে কন্ট্রোল করতে শুরু করেছে। এখানেই বেঁধেছে বিপত্তি, কেন খাবারে এত নিষেধাজ্ঞা সেই নিয়েই চলেছে শ্বশুর আর বৌয়ের মধ্যে তর্ক।

দেখা যাচ্ছে, রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে মাধবী বাবাকে জানায় তাঁর ব্লাডসুগার ধরা পড়েছে। তবে সেটা একেবারে পাতি বাংলায় অর্থাৎ রক্তে চিনি ধরা পড়েছে বলে জানিয়েছে। এই শুনেই বাবা লাফিয়ে উঠে জিজ্ঞাসা করেছে ক কেজি চিনি? তখন মাধবীর পাল্টা উত্তর, রক্তে এভাবে চিনি হয় না। ওটাকে ডায়াবেটিস বলে বাংলায় মধুমেহ। এই শুনে শ্বশুরের মন্তব্য এতে কি রক্তে মধু থাকে?

Madhobilata,Star Jalsha,Bengali Serial,মাধবীলতা,বাংলা সিরিয়াল,টিচার থেকে ডাক্তার,মাধবীলতা আজকের পর্ব

সিরিয়ালের এমন কথোপকথন দেখে হেসে গড়াগড়ি খাওয়ার মত অবস্থা দর্শকদের। নেটপাড়ায় এই হাস্যকর ডায়লগ নিয়েই চলছে তুমুল আলোচনা। এমনকি সিরিয়ালের গোটা সংলাপটাকেই তুলে ধরেছেন কোনো এক নেটিজেন।

প্রসঙ্গত, এর আগেও একটি পর্বে কলমের কালি ফুরিয়ে যাওয়ার জন্য পরীক্ষায় সব উত্তর লিখতে পারেনি জানিয়েছে মাধবীলতা। সেই কারণেই পদার্থ বিদ্যায় ৯৮ পেয়েছে সে। এই শুনেও খিল্লি শুরু হয়েছিল নেটপাড়ায়। আর এবার টিচার থেকে সোজা ডাক্তারদের মত রোগ নিয়ে কথা বলায় টিচার থেকে ডাক্তার হয়ে গেছে বলে খিল্লি করেছেন নেটিজনরাই।