বাঙালি বাড়ি মানেই সিরিয়াল (Serial), বাংলা সিরিয়ালে তো বাঙালির রোজকার জীবনের কাহিনীগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়। সন্ধ্যে হলে বাড়ির টিভির সামনে হাজির হয় পড়েন মেয়ে বউরা। এনকি অনেক পুরুষেরাও কাজের শেষে বাড়ি ফিরে সিরিয়ালে মত্ত হয় পড়েন। এরপর এক মনে সিরিয়াল আত্মস্থ করতে লেগে পরে বাঙালি। টিভিতে আবার একটা দুটো নয় অনেক সিরিয়াল রয়েছে। কেউ ‘রানী রাসমণি (Rani Rashmoni)’ তো কেউ ‘কৃষ্ণকলি (Krishnakoli) ‘ দেখেন। কেউ আবার ‘খুড়কুটো (Kharkuto)’ তো কেউ আবার ‘মোহর (Mohor)’ দেখেন। সম্প্রতি আবার নতুন সিরিয়াল চালু হয়েছে ‘মিঠাই’।
অনেকে আবার একাধিক সিরিয়াল দেখতে অভ্যস্ত, এক একটি সিরিয়ালে এক এক ধরণের গল্প। আর কোন সিরিয়ালের দর্শক কতটা বাড়ল এই নিয়ে যুদ্ধ লেগেই থাকে চ্যানেলগুলির মধ্যে। মূলত দুটি চ্যানেলের মধ্যেই চলে যুদ্ধ, একটি হল ষ্টার জলসা অন্যটি হল জি বাংলা। আর এই যুদ্ধের ফলাফল আসে টিআরপি রেটিং এর মাধ্যমে। এই সপ্তাহে এক তো অন্য সপ্তাহে আরেক, সিরিয়ালের কাহিনীর মত টিআরপি নিয়েও উঠানামা চলে সর্বদাই। সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের খেতাব কার কাছে উঠবে সেই নিয়েই চলে যুদ্ধ। আর সপ্তাহের শেষে দর্শকদের মতানুযায়ী প্রকাশ হয় টিআরপি।
বিগত তিন সপ্তাহ ধরেই টিআরপি পয়েন্টের স্কোরবোর্ডে একেবারে প্রথম স্থানে রয়েছে ‘কৃষ্ণকলি’। কারণ সিরিয়ালে শ্যামার সাথে নিখিলের পুনরায় মিলন ঘটেছে। গোটা পরিবারে সকলেই খুশি শ্যামাকে ফিরে পেয়ে। এদিকে কৃষ্ণাও তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে পেয়েছে। সবমিলিয়ে এখন একেবারে সুপার হিট সিরিয়াল ‘কৃষ্ণকলি’। আর তাই ১২.২ রেটিং নিয়ে টিআরপি পয়েন্টের তালিকায় একেবারে প্রথম স্থানে কৃষ্ণকলি।
এরপরেই রয়েছে ‘রানী রাসমণি’ সিরিয়াল। বর্তমানে সিরিয়ালে গদাধরের বিয়ে হয়ে গেছে। মা সারদাকে নিয়ে এবার গদাধরের সংসার জীবনের পালা। ১০.৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘রানী রাসমণি’ সিরিয়াল। এরপর ১০.২ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে ‘খুড়কুটো’। চার নম্বরে উঠে এসেছে ‘যমুনা ঢাকি’ ১০ পয়েন্ট পেয়েছে যমুনা। পঞ্চম স্থানে ৯.৫ পয়েন্ট পেয়ে রয়েছে মোহর। এদিকে শুরু হবার পর প্রথম সপ্তাহেই প্রথম পাচ্ছে জায়গা করতে পারলেও এই সপ্তাহে তা আর হয়নি।
ষষ্ঠ স্থানে রয়েছে একটি নতুন সিরিয়াল ‘খেলাঘর’ ও সপ্তমে রয়েছে মিঠাই দুজনের পয়েন্ট যথাক্রমে ৯.১ ও ৯.০। এরপর বাকি সিরিয়ালের মধ্যে শ্রীময়ী ৭.৮ পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে। ৭.৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে দিপু ও দশম স্থানে রয়েছে দেশের মাটি যার পয়েন্ট ৭.১।