• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তালিকায় ঝড় তুলতে আসছে ‘খড়কুটো ২’! পুজোর আগেই ছবি শেয়ার করে সুখবর দিলেন ‘গুনগুন’ তৃণা

Trina Saha-Koushik Roy: টেলি দুনিয়ায় সিরিয়ালের (Bengali Serial) যাওয়া-আসা লেগেই থাকে। প্রায় এক-দু’মাস অন্তর একটি করে নতুন সিরিয়াল শুরু হয়। সেই সঙ্গেই শেষ হয় পুরনো ধারাবাহিকের পথচলা। কিন্তু এত মেগার ভিড়েই বেশ কিছু এমন সিরিয়াল থাকে যা আমাদের মনে গেঁথে যায়। এমনই একটি ধারাবাহিক হল স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto)।

যৌথ পরিবারের কাহিনী নিয়ে তৈরি হয়েছিল লীনা গাঙ্গুলীর এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক রায় (Koushik Roy) এবং তৃণা সাহা (Trina Saha)। বাবিন তথা সৌজন্য এবং গুনগুনের দুষ্টুমিষ্টি জুটি খুব কম সময়ের মধ্যেই স্থান করে নিয়েছিল দর্শকমনে। ভক্তরা তাঁদের ভালোবেসে নাম দিয়েছিল ‘সৌগুন’। ‘খড়কুটো’ শেষ হওয়ার এতদিন পরেও কৌশিক-তৃণাকে কিন্তু বাবিন-গুনগুন নামেই মনে রেখেছে সিরিয়ালপ্রেমী দর্শকদের একটি বিরাট অংশ।

   

Trina Saha and Koushik Roy, Khorkuto serial Gungun and Babin

এবার দর্শকদের প্রিয় ‘সৌগুন’ই পুজোর আগে একটি বিরাট সারপ্রাইজ দেওয়ার কথা ঘোষণা করল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৌশিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে সেই খবর দেন তৃণা। পর্দার গুনগুনের (Gungun) শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, কৌশিক সেলফি তুলছেন এবং পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

ছবিটি পোস্ট করে ‘খড়কুটো’ অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘বাবিন গুনগুন ফের একসঙ্গে। এই বছর পুজোয় ওঁরা নতুন কিছু ইন্টারেস্টিং আনতে চলেছে’। ব্যস, তৃণা এই পোস্ট করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ‘খড়কুটো ২’ (Khorkuto 2) আসার জল্পনা শুরু হয়ে যায়। কেউ লিখেছেন, ‘আমাদের ভালোবাসার সৌগুন’। কারোর আবার প্রশ্ন, ‘খড়কুটো পার্ট ২ আসছে নাকি?’

Trina Saha and Koushik Roy, Khorkuto serial Gungun and Babin

কৌশিক-তৃণা নেটিজেনদের কোনও প্রশ্নের জবাব না দিলেও মনে করা হচ্ছে, পুজোর মরসুমে তাঁদের নতুন কোনও প্রোজেক্ট আসতে চলেছে। এবার সেই প্রোজেক্ট সত্যিই ‘খড়কুটো ২’ কিনা তা এখনও জানা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই ‘সৌগুন’র এই আসন্ন প্রোজেক্ট নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা বাড়তে শুরু করে দিয়েছে।


প্রসঙ্গত, বাংলা টেলি জগতের অন্যতম জনপ্রিয় জুটি হল কৌশিক এবং তৃণার। ‘খড়কুটো’র আকাশছোঁয়া সাফল্যের পর ‘বালিঝড়’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সেই সিরিয়ালেও ঝোড়া এবং মহার্ঘ্যর রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। তবে কয়েকমাসের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক। এবার ফের নতুন প্রোজেক্টে জুটি বাঁধছেন কৌশিক এবং তৃণা। দেখা যাক, এবার অনুরাগীদের জন্য কোন চমক নিয়ে আসেন তাঁরা।