• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েকে বাঁচাতে আবারও রণংদেহী রূপে মিতুল! দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ দর্শকেরা

বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘খেলনাবাড়ি’ (Khelnabari) এর মিতুল (Mitul) মানেই কারও কাছে ‘লেডি রঞ্জিত মল্লিক’ তো কারও কাছে ‘লেডি সিংহম’। ধারাবাহিকে মিতুলের চরিত্রে অভিনয় করছে জনপ্রিয়  টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। ধারাবাহিকে তাঁর বিপরীতে ইন্দ্র (Indra) চরিত্রে অভিনয় করছেন ‘কে আপন কে পর’ খ্যাত পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)।

শুরু থেকেই মিতুলের চরিত্রে আরাত্রিকার দাপুটে অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দার স্পষ্টবাদী মিতুল এখন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। পর্দার দাপুটে নায়িকা মিতুল সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সত্যি কথা বলে মুখের ওপর। অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ভাবে না ঘূর্ণির মেয়ে মিতুল পাল।

   

Khelna Bari serial new promo comes out 

আর এখানেই বাকি নায়িকাদের থেকে একেবারে আলাদা মিতুল। তাছাড়া  টিভির পর্দায় তার মতো প্রতিবাদী চরিত্রও দেখা যায় না সচারচর। প্রসঙ্গত দিনের শেষে সব সিরিয়ালের শেষ কথা বলে টি আর পি। তাই মাঝেমধ্যেই বেশি টি আর পি-র লোভে বাংলা সিরিয়ালে আজগুবি ঘটনা দেখানোর বিষয়টি নতুন নয় একেবারেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,ইন্দ্র,Indra,গুগলি,Googly,অলরাউন্ডার মিতুল,Alrounder Mitul,জঙ্গি মোকাবিলা,Combatting Terorism

ব্যতিক্রম নয় খেলনা বাড়িও। সেখানে দেখা গিয়েছে সদ্য দেখা গিয়েছে গুগলির স্কুলে আতঙ্কবাদী হামলা হয়েছে,যার জেরে পণবন্দি হয়ে রয়েছে গুগলি সহ স্কুলের সমস্ত বাচ্চারা। এই খবর পেয়ে মেয়ের স্কুলের গেটের বাইরে ছটফট করছিল ইন্দ্র-মিতুল। প্রথমে স্কুলের গেট বেয়ে স্কুলে ঢোকার চেষ্টা করে মিতুল। কিন্তু পুলিশ এসে শেষ পর্যন্ত শান্ত করে মিতুলকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maiti,ইন্দ্র,Indra,গুগলি,Googly,অলরাউন্ডার মিতুল,Alrounder Mitul,জঙ্গি মোকাবিলা,Combatting Terorism

কিন্তু গুগলির এত বড় বিপদের কথা জেনেও তার মিতুল-মা তো হাত গুটিয়ে বসে থাকার মানুষ নয়। একথা ইন্দ্র বুঝতে পারে। এরপরেই দেখা যায় পিছনের দিক দিয়ে স্কুলের ভিতরে ঢুকে পড়ে ইন্দ্র-মিতুল দুজনেই। হাতে সময় খুব কম তাই তাড়াতাড়ি করে স্কুলের সাফাইকর্মীদের পোশাক পরে নেই তারা। এরপর আততায়ীদের কয়েকজনকে অজ্ঞান করে বাচ্চাদের নিয়ে বাইরে বেরিয়ে আসে মিতুল-ইন্দ্র।

কিন্তু তখনি আর এক আততায়ী তাদের সামনে এসে বন্দুক তাকে করে দাঁড়ায়। এবং দেখা যায় মুহূর্তের মধ্যে সে গুলি চালিয়ে দে ইন্দ্র আর মিতুলের বুকে। তাতে প্রথমে মাটিতে লুটিয়ে পড়লেও পরে দেখা যায় উঠে দাঁড়িয়েছে ইন্দ্র মিতুল। আসলে বিপদের আশংকা করে মিতুল আগে থেকেই স্টিলের ট্রে নিয়ে শিল্ডের মতো করে পোশাকের ভিতরে পরে নিয়েছিল। তাতেই গুলি লাগলেও প্রাণে বেঁচে যায় তারা। এরপর পুলিশ এসে ওই জঙ্গিকে ধরলে মিতুল গিয়ে একেবারে চেনা ভঙ্গিতে তাকে কষিয়ে চড় মেরে আসে।