বাংলা টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন মানালি দে (Manali Dey)। বছর খানেক আগে অবধি তাঁকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’য় নায়িকা ফুলঝুরির চরিত্রে দেখেছেন দর্শকরা। তবে এখন তিনি হাজির হয়েছেন ‘শিমূল’ রূপে। ৩ জুলাই থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে মানালির নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)।
মানালি এমন একজন অভিনেত্রী যাকে পর্দায় আদর্শ মেয়ে, স্ত্রী, মায়ের (Mother) চরিত্রে দেখেছেন দর্শকরা। তবে শুনলে অবাক হবেন, পর্দায় আদর্শ মা হলেও বাস্তব জীবনে সন্তান নিতে ভীষণ ভয় পান মানালি! হ্যাঁ, ঠিকই দেখছেন। সম্প্রতি ফাঁস হয়েছে অভিনেত্রীর জীবনের গোপন কথা। শুধু এটুকুই নয়, মানালি কেন সন্তান নিতে ভয় পান জানা গিয়েছে সেকথাও।
‘কার কাছে কই মনের কথা’য় মানালি ছাড়াও বাংলা টেলি দুনিয়ার আরও ৪ জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করছেন। মানালির সঙ্গেই স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee), কুয়াশা বিশ্বাস এবং সৃজনী মিত্রকে দেখা যাবে। শিমূল এবং তাঁর বান্ধবীদের মতো প্রতিবেশীদের কাহিনী দেখা যাবে জি বাংলার এই সিরিয়ালে।
সম্প্রতি ‘কার কাছে কই মনের কথা’র প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ওয়ান’এ এসেছিলেন শিমূল এবং তাঁর সইরা। অভিনেত্রী জানান, সিরিয়ালের সেটে পাঁচ জন মেয়ে যেহেতু একসঙ্গে থাকেন সেই জন্য সেখানে নানা ধরণের কথা চলতেই থাকে। তাঁদের মধ্যে আবার দু’জন নতুন মা তথা বাসবদত্তা এবং স্নেহাও রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই তাঁদের কথায় সন্তানদের প্রসঙ্গ চলেই আসে।
স্নেহা বলেন, ‘আমরা দু’জন তো আমাদের ছানা নিয়ে গল্প শুরু করে দিই। বাসবদত্তাকে আমি বলি আমার ছেলেটা কী ঘুমোয় রে! এ মা তোমার মেয়েটা ঘুমোয় না? কী কষ্ট তোমার?’ এরপরেই পাশ থেকে বাসবদত্তা বলে ওঠেন, ‘আর আমাদের একথা শুনে মানালি ভয় পেয়ে যাচ্ছে’।
বাসবদত্তার কথায় সায় দিয়ে মানালি বলেন, ‘আমি ঘাড় ঘুরিয়ে একবার এদিকে তাকাচ্ছি। তারপর আবার ওদিকে তাকাচ্ছি। তারপর বলি, তোমরা আর বোলো না!’ প্রসঙ্গত, ২০২১ সালে মা হন স্নেহা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে ফিরেছেন অভিনেত্রী। অপরদিকে গত বছর তথা ২০২২ সালে সন্তানের জন্ম দিয়েছেন বাসবদত্তা।